জলহস্তি গিলে নিল ২ বছরের শিশুকে! তারপরে যা ঘটল জেনে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: হিংস্র প্রাণী বলতেই বাঘ-সিংহের মত মাংসাশী এবং ক্ষিপ্র প্রাণীর কথা আমাদের মাথায় আসে। তবে, সেগুলি ছাড়াও এমন অনেক প্রাণী রয়েছে যেগুলি কখনও কখনও এমন কান্ড ঘটিয়ে ফেলে যা রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। ঠিক সেই রেশ বজায় রেখেই এবার এক জলহস্তি শিউরে ওঠার মত ঘটনা ঘটিয়ে ফেলেছে। যেটি জানার পর রীতিমতো অবাক হয়ে যাবেন সকলে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সম্প্রতি ২ বছরের এক শিশুকে আচমকাই গিলে ফেলেছিল এক জলহস্তি। যদিও, শেষ পর্যন্ত বরাতজোরে প্রাণে বেঁচে যায় ওই শিশুটি। এমতাবস্থায়, উগান্ডার লেক এডওয়ার্ডে ঘটা এই হাড়হিম করা ঘটনা সকলেরই হুঁশ উড়িয়ে দিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, জলহস্তি হল একটি তৃণভোজী এবং তথাকথিত নিরীহ প্রাণী। কিন্তু, সময় বিশেষে এই প্রাণীই হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। এক্ষেত্রেও ঠিক সেই ঘটনাই ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।

ঠিক কি ঘটেছিল: প্রাপ্ত তথ্য অনুযায়ী, উগান্ডার লেক এডওয়ার্ডে বিপুল সংখ্যক জলহস্তি থাকে। এমতাবস্থায়, ২ বছরের এক শিশু খেলতে খেলতে এক জলহস্তির সামনে চলে আসে। তখনই ওই শিশুটিকে গিলে ফেলে জলহস্তিটি। এদিকে, চোখের সামনে এই ভয়ঙ্কর ঘটনা ঘটতে দেখে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছিলেন লেক এডওয়ার্ডের আশেপাশের বাসিন্দারা।

যদিও, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক স্থানীয় বাসিন্দা জলহস্তিটিকে লক্ষ্য করে ক্রমাগত পাথর ছুঁড়তে শুরু করেন। এর ফলে ওই বৃহদাকার প্রাণীটি ভয় পেয়ে গিলে ফেলা শিশুটিকে উগড়ে বের করে দিয়েই সেখান থেকে পালিয়ে যায়। তারপরেই দেখা যায় যে, জলহস্তির পেটে গিয়ে সামান্য আঘাত পেলেও সুস্থ রয়েছে শিশুটি। পাশাপাশি, তার প্ৰয়োজনীয় চিকিৎসাও করা হয়। আর এভাবেই সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসে ওই খুদে।

whatsapp image 2022 12 17 at 2.50.41 pm

এমতাবস্থায়, ক্রিসপাস বাগোঞ্জা নামে ওই বাসিন্দা যেভাবে পাথর ছুঁড়ে জলহস্তির মুখ থেকে শিশুটিকে বার করে আনলেন তা দেখে সকলেই তাঁর প্রশংসা করেছেন। এদিকে, ঘটনাটির পরিপ্রেক্ষিতে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে যে, এইভাবে কোনো শিশুর উপর জলহস্তির আক্রমণ রীতিমতো নজিরবিহীন। এমতাবস্থায়, ঠিক কোন পরিস্থিতি থেকে সে শিশুটিকে গিলে ফেলেছিল, তা এখনও বোঝা যাচ্ছে না বলেও জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর