স্বয়ং সৌরভ গাঙ্গুলি চান তার বায়োপিকে অভিনয় করুক ঋত্বিক রোশন।

বলিউডের সাথে খেলাধুলার সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে ক্রিকেট, ভারতীয় ক্রিকেট এবং বলিউড একে অপরের ছায়াসঙ্গী। দীর্ঘদিন ধরে বলিউড অভিনেত্রী এবং ভারতীয় ক্রিকেটাররা বৈবাহিক সম্পর্কে জড়িয়েছেন। এছাড়াও বায়োপিকজনিত সম্পর্কও রয়েছে এই দুইয়ের মধ্যে। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন ক্রীড়াবিদ যেমন প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ভারতীয় ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকার, বক্সার মেরিকমের বায়োপিক ইতিমধ্যেই বলিউডে হয়েছে। এছাড়াও বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেবের বায়োপিক ’83’ রিলিজ হতে চলেছে আগামী বছর।

এই পর্যায়ে দাঁড়িয়ে একজন বাঙালির মনে এখন একটাই ভাবনা কবে দাদার দাদাগিরি দেখবো বড় পর্দায়। বহুদিন এই অপেক্ষার পর অবশেষে কিছুটা আসার আলো দেখা গেল। সম্প্রতি একটি টক শো তে গিয়ে সৌরভ গাঙ্গুলি কে প্রশ্ন করা হয় যদি আপনার বায়োপিক তৈরি করা হয় তাহলে কোন অভিনেতাকে আপনার চরিত্রে দেখতে চান? এই প্রশ্নে উত্তরে দাদা বলেন আমার সবচেয়ে প্রিয় অভিনেতা ঋত্বিক রোশন কে দেখতে চাই আমার চরিত্রে।

d3a3326c a176 11e9 85f3 0f8400bbe260

বেশ কিছুদিন সিনেমা জগৎ থেকে দূরে থাকার পর এই বছরের শুরুতেই তিনি দর্শকদের পরপর দুটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। প্রথমে ‘সুপার 30’ তারপরেই ‘ওয়ার’ দুটি ছবিতেই দুর্দান্ত অভিনয় করেছেন ঋত্বিক রোশন। এই দুটি ছবি দেখে অত্যন্ত খুশি হল ফেরৎ দর্শকরা। আর এবার যদি ঋত্বিক রোশনকে ভারতের অন্যতম সেরা অধিনায়ক তথা বাঙালির প্রিয় ক্রিকেটাররের চরিত্রে তার বায়োপিকে অভিনয় করতে দেখা যায় তাহলে এই সিনেমা যে ভারতের সিনেমা জগতের ইতিহাসে অন্যতম সেরা সিনেমার তালিকায় থাকবে সেটা বলাই বাহুল্য।

Udayan Biswas

সম্পর্কিত খবর