বাংলা হান্ট ডেস্কঃ আইপিএলের (IPL) ইতিহাসে অন্যতম শক্তিশালী দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। কিন্তু দুর্দান্ত দল গঠন করলেও এখনো পর্যন্ত একবারও আইপিএল (IPL) ট্রফি জিততে পারেনি ব্যাঙ্গালুরু (Bangaluru)। নিলামে একের পর এক তারকা ক্রিকেটারকে নিজেদের দলে নেয় আরসিবি কিন্তু তার সত্ত্বেও ট্রফি জয়ের খরা এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি ব্যাঙ্গালুরু। এই আরসিবি দলের প্রধান ক্রিকেটার হচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এছাড়াও সাউথ আফ্রিকান তারকা ডিভিলিয়ার্স থেকে শুরু করে আরও নানান তারকা ক্রিকেটারকে নিজেদের দলে নিয়েছে কিন্তু তাও এখনো পর্যন্ত ট্রফি জেতা হয়ে ওঠেনি তাদের।
এই আরসিবি দল 2009, 2011 এবং 2014 সালের আইপিএলের ফাইনালে উঠেছিল কিন্তু তাও ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হয়নি তাদের। কিন্তু কেন প্রত্যেকবার এত সুন্দর ব্যালেন্স টিম করার সত্ত্বেও ট্রফি জিততে পারে না বিরাট কোহলির আরসিবি? এবার এই প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন আরসিবি কোচ রে জেনিংস। 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত টানা ছয় বছর আরসিবির কোচিং করিয়েছেন তিনি। সেই কারণে এই দলকে সামনে থেকে দেখেছেন তিনি।
আরসিবি-র ধারাবাহিক ভাবে এই ব্যর্থতার জন্য অধিনায়ক বিরাট কোহলির দল নির্বাচনকেই দায়ী করেছেন রে জেনিংস। তিনি জানিয়েছেন বারবার ভুল ক্রিকেটারদের দলে নিয়েছে বিরাট কোহলি আর সেই কারণেই আরসিবির একটানা ব্যর্থতা। এছাড়াও তিনি জানিয়েছেন দল নির্বাচনের জন্য অনেকবার বিরাট কোহলির সঙ্গে তার দ্বন্দ্ব লেগে যেত কিন্তু কারুর কথায় শুনতেন না কোহলি। তিনি নিজের পছন্দমত দলকেই প্রথম একাদশে নামাতেন আর সেই কারণেই আরসিবির এই ব্যর্থতা। তবে কোহলির সমালোচনা করলেও ক্রিকেটার কোহলির প্রশংসা করেছেন রে জেনিংস। তিনি জানিয়েছেন বিরাট কোহলির মতো ব্যাটসম্যান তিনি আইপিএলের ইতিহাসে কখনো দেখেননি, এছাড়াও ক্রিকেটার বিরাট কোহলির রয়েছে দুরন্ত ক্রিকেটীয় মস্তিষ্ক।