মানবিক রূপ মোহনবাগানের! রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মোহনবাগান সমর্থক।

পৃথিবী থেকে মানবিকতা মুছে যায়নি, মানবিকতা আজও বেঁচে রয়েছে পৃথিবীর বুকে। আর সেই কারণে আজও দেখতে পাওয়া যায় মানুষরূপে অনেক ভগবানের চেহারা। এমনই ঘটনা ঘটলো কলকাতায়। ঋত্বিক ঘোষের প্রাণ বাঁচানোর জন্য নিজের কথা না ভেবে ঝাঁপিয়ে পড়লেন জয়ন্ত ঘোষ।

থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত মোহনবাগান সমর্থক ঋত্বিক ঘোষ। এরই মধ্যে তিনি ভর্তি হয়েছেন হাসপাতালে। এমন পরিস্থিতিতে হঠাৎই তাঁর রক্তের প্রয়োজন হয়ে পড়ে। লকডাউনের বাজারে যেখানে ঠিকমতো ওষুধ পাওয়া যাচ্ছে না সেখানে রক্তেরও আকাল পড়েছে। আর সেই কারণে ছেলের জন্য কিভাবে রক্ত জোগাড় করবেন এটা ভেবে দিশেহারা হয়ে পড়েছিলেন ঋত্বিকের বাবা। এমন পরিস্থিতিতে তিনি ছেলের রক্তের প্রয়োজনের কথা জানিয়েছিলেন ছেলের বন্ধুদের।

186080212fe893290c562a271ee0964f5be0306d2f5f7eb236a0e5dc4d12ea14d134fb626

তারপরে বন্ধুরা মিলে তৈরি করে ফেলেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ছিলেন তাদের সকলকে রক্ত দেওয়ার জন্য অনুরোধ করা হয়। এই কথা জানার পরেই অনেক রক্তদাতা রক্ত দিতে রাজি হয়ে যায়। এমনই একজন মোহনবাগান সমর্থক জয়ন্ত ঘোষ তিনি রক্ত দিয়ে প্রাণ বাঁচান ঋত্বিক ঘোষের। ঋত্বিক ঘোষের বাবা গৌতম ঘোষ জানিয়েছেন লকডাউনের সময় রক্ত জোগাড় করা কার্যত অসম্ভব ছিল। অনেক জায়গা ঘুরেও আমি রক্ত পায় নি। তারপর আমি মোহনবাগান সমর্থকদের আমার রক্তের প্রয়োজনের কথা জানায়। সঙ্গে সঙ্গে তারা রক্ত দেওয়ার জন্য রাজি হয়ে যান। রক্ত দিয়ে মোহনবাগান সমর্থকরা আমার ছেলের প্রাণ বাঁচিয়েছেন তার জন্য আমি সারাজীবন মোহনবাগান সমর্থকদের কাছে কৃতজ্ঞ থাকবো।


Udayan Biswas

সম্পর্কিত খবর