ফের চরমে পৌঁছে গেল ICC-BCCI দ্বন্দ্ব! আসিসির মেগা টুর্নামেন্ট গুলি আয়োজনে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো আগ্রহ নেই।

আইসিসি এবং বিসিসিআই এর মধ্যে আন্তর্জাতিক ক্রীড়া সূচি নিয়ে দ্বন্দ্ব চরমে পৌঁছে গেল। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছে গিয়েছে যে আইসিসি পরিচালিত কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধুমাত্র ভারতীয় ক্রিকেট বোর্ডই নয়, আইসিসির এরূপ আচরণে ক্ষুব্ধ হয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত প্রথমসারির ক্রিকেট খেলুড়ে বোর্ডগুলো।

এই বছরের শুরুতেই আইসিসির তরফে প্রস্তাব দেওয়া হয় 2023 সাল থেকে 2031 সাল পর্যন্ত এই আট বছরের সমস্ত রকম ক্রীড়াসূচির। আইসিসির এই প্রস্তাবে দেখা যায় এই আট বছরে আটটি মেগা টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এই টুর্নামেন্ট গুলি হল 2023 বিশ্বকাপ, 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ, 2025 আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফি, 2026 টিটিয়েন্টি বিশ্বকাপ, 2027 বিশ্বকাপ, 2028 টি-টোয়েন্টি বিশ্বকাপ, 2029 ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফি, 2030 টি-টোয়েন্টি বিশ্বকাপ, 2031 ওয়ানডে বিশ্বকাপ।

1729360608f3865e5fa147ad62584bce06c17a0ef6662d5671dc523daf8142fb66078d116

কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এই প্রস্তাবে বেজায় চোটেছেন ভারতের ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে দাবি জানানো হয়েছে আইসিসি টুর্নামেন্ট গুলি আয়োজন করলে সেই টুর্নামেন্ট থেকে যে অর্থ উপার্জন হয় সেই অর্থ পায়না দেশীয় বোর্ডগুলি। সেই কারণেই আইসিসি টুর্নামেন্টগুলির বদলে ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে আরও বেশি করে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে। যাতে লভ্যাংশের অর্থ দেশীয় ক্রিকেট বোর্ড গুলিও পায়।


Udayan Biswas

সম্পর্কিত খবর