প্রকাশিত হয়েছে সূচি! অথচ এখনও কাজ শেষ হয়নি স্টেডিয়ামের, পাকিস্তানে আদৌ হবে চ্যাম্পিয়ন্স ট্রফি?

বাংলা হান্ট ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ইতিমধ্যেই ICC চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) সূচি সামনে আনা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনকারী দেশ পাকিস্তানে টিম ইন্ডিয়াকে পাঠানোর ক্ষেত্রে BCCI-এর আপত্তির পরে, দীর্ঘ আলোচনার পরে ICC একটি রাস্তা খুঁজে পেয়েছে। যেখানে, হাইব্রিড মডেলের অধীনে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

প্রকাশিত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) সূচি:

এমতাবস্থায়, মিনি বিশ্বকাপ নামে পরিচিত এই টুর্নামেন্টটি (ICC Champions Trophy) শুরু হচ্ছে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে। করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটি সম্পন্ন হবে। যেখানে মুখোমুখি হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। এদিকে, নির্ধারিত সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর ২ মাসেরও কম সময় বাকি। তাই, টুর্নামেন্টের জন্য পুরোদমে প্রস্তুতি চলছে পাকিস্তানে। শুধু তাই নয়, পাকিস্তানের সবচেয়ে বড় দুই স্টেডিয়ামের সংস্কারের কাজও চলছে। কিন্তু, এখনও অনেকটাই কাজ বাকি রয়ে গেছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং করাচিতে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) ভেন্যু প্রস্তুত করতে ICC-র কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ পেয়েছে। এদিকে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই সংস্কারের কাজের সময়সীমা হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে ৩১ ডিসেম্বরের ডেডলাইন বেঁধে দিয়েছে। যদিও, এখনও অনেকটাই কাজ বাকি থেকে গেছে।

আরও পড়ুন: মেলবোর্ন টেস্টে বাড়ছে উত্তাপ, “বিরাট শাস্তি”-র সম্মুখীন কোহলি

৩১ ডিসেম্বরের সময়সীমার মধ্যে কাজ শেষ হওয়ার সম্ভাবনা কম: ইতিমধ্যেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) জন্য স্টেডিয়ামের প্রস্তুতি সম্পর্কিত একটি ভিডিও সামনে এসেছে। সেখানেই ফাঁস হয়ে যায় PCB-র প্রস্তুতি। যেখানে করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে গত ২৫ ডিসেম্বরের একটি ভিডিও পোস্ট করেছেন এক সাংবাদিক। সেখানে করাচি স্টেডিয়ামে প্রস্তুতির চিত্র তুলে ধরেছেন ওই সাংবাদিক।

আরও পড়ুন: ক্রমশ গভীর হচ্ছে সম্পর্ক! ৫৩ বছর পর বাংলাদেশে “এন্ট্রি” পাকিস্তানি সেনার, চিন্তা বাড়ছে ভারতের

ভিডিওতে স্পষ্টভাবে দেখা গিয়েছে যে, সংস্কারের কাজ এখনও অনেকটাই বাকি রয়েছে। পাশাপাশি, ওই সাংবাদিক জানান, সেখানে ড্রেসিংরুম ও VIP বক্সের জন্য নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। তিনি আরও জানান, স্টেডিয়ামের চারপাশে নতুন গ্রিল বসানোর সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মুহূর্তে কাজ চলছে খুবই ধীর গতিতে। এই কারণে আগামী ৩১ ডিসেম্বরের সময়সীমার আগে এই কাজ শেষ করা খুবই কঠিন বলে মনে হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর