IPL এর জন্যই টি-২০ বিশ্বকাপ স্থগিত করল ICC, কটাক্ষ প্রাপ্তন পাক ক্রিকেটারের।

করোনা ভাইরাসের কারণে চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার ফলে আইপিএল আয়োজনের পথ প্রশস্ত হয়ে গেল। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন এই বছর আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে আরব আমিরশাহিতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার ফলে এবার আইসিসির বিরুদ্ধে তোপ দাগলেন প্রাপ্তন দুই পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ এবং শোয়েব আখতার। তাদের অভিযোগ 2020 আইপিএল যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে সেই কারণে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দেওয়া হয়েছে আইসিসির তরফে।

233921918f14316d4bfd0e0c0c5280498e0627071e6327bc9f1e53ff23dd79570d3861ab4

শোয়েব আক্তার দাবি করেছেন আইসিসি চাইলে এই বছরই এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারতো। আর এখানেই ভারত এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ পেত। যেটা দেখার জন্য সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা অপেক্ষা করে থাকেন। তবে শুধুমাত্র একটা ক্ষমতাশীল বোর্ডের প্রভাবের কাছে মাথানত করে আইপিএল যাতে সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয় সেই কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দেওয়া হয়েছে।


Udayan Biswas

সম্পর্কিত খবর