বিশ্বজুড়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। করোনা ভাইরসের সবথেকে বড় থাবা পড়েছে ক্রীড়াজগতে। করোনা প্রভাবে পিছিয়ে গিয়েছে বিশ্বের বড় বড় টুর্নামেন্ট গুলি। অলিম্পিকের মত বড় টুর্নামেন্ট পিছিয়ে গিয়েছে। পিছিয়ে গিয়েছে কোপা আমেরিকা, ইউরো কাপ। এছাড়াও এই মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। এমন পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়েছে টিটোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত। সেই কারনে আগামী বৃহস্পতিবার টিটোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যতে নির্ধারণ করার জন্য আইসিসির তরফে বিভিন্ন দেশের বোর্ড কর্তাদের নিয়ে একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বোর্ড সচিব জয় শাহ।
এই বছরের শেষের দিকে অক্টোবর- নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে টিটিয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে তাতে টিটিয়েন্টি বিশ্বকাপ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। এছাড়াও অনেক ক্রিকেটার দাবি করেছেন ফাঁকা গ্যালারিতে যেন টিটোয়েন্টি বিশ্বকাপ না হয়। সেই কারণে টিটোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ ঠিক করতে জরুরি বৈঠক ডাকা হয়েছে।
তবে এই বৈঠকের মাধ্যমে এখনই টিটিয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যতে ঠিক হবে বলে মনে হচ্ছে না। আইসিসির তরফে অস্ট্রেলিয়া সরকারের সাথে কথা বলা হবে, এছাড়াও বিভিন দেশের ক্রিকেট বোর্ড গুলির সাথে কথা বলে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার জন্য আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।