ICC জানিয়ে দিল টি-২০ বিশ্বকাপ স্থগিত হওয়ার খবরটি একেবারেই ঠিক নয়।

করোনা ভাইরাস সংক্রমণ বিশ্বজুড়ে দিনের পর দিন বেড়েই চলেছে। আর সেই কারণে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যেতে চলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে 2022 সালে হবে আর এই ব্যাপারে আইসিসি একটি বিশেষ মিটিং করে সরকারিভাবে সিলমোহর পড়ে যাবে, এই রকমই খবর পাওয়া গিয়েছিল। তবে আইসিসি একটি বিবৃতি প্রকাশ করে জানিয়ে দিয়েছে এই খবরটি একেবারেই ঠিক নয়।

আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে 2020 সালের আইসিসি পুরুষ টিটোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার খবরটি একেবারেই ভুল। আসিসির তরফে জানানো হয়েছে আমরা এখনো পর্যন্ত জোরকদমে চেষ্টা চালিয়ে যাচ্ছি নির্ধারিত সময়সূচি মেনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার। তবে দেশজুড়ে দিনের পর দিন যেভাবে করোনা পরিস্থিতি বদল হচ্ছে সেই পরিস্থিতির দিকেও আমাদের নজর রেখে চলতে হচ্ছে।

209671386fdc28b787dcb9d60ee5c3a5f7c4d718581401154ce057db89e7805678824b4ea

চলতি বছরে অস্ট্রেলিয়ার মাটিতে 18 ই অক্টোবর থেকে 15 ই নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিজের দেশকে রক্ষা করতে অস্ট্রেলিয়া সরকার ইতিমধ্যেই 30 শে সেপ্টেম্বর পর্যন্ত দেশের সীমান্ত বন্ধ রেখেছে। সেই কারনে আইসিসির তরফে জানানো হয়েছে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অস্ট্রেলিয়া সরকার, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এবং আইসিসির মিলিত বৈঠকে।

Udayan Biswas

সম্পর্কিত খবর