করোনা ভাইরাসের কারণে এই মুহূর্তে থমকে রয়েছে সমস্ত ধরনের খেলাধুলা। সেই সময়ে থমকে গিয়েছে ফুটবল বিশ্ব। করোনা পরিস্থিতি ধীরে ধীরে কাটিয়ে বিশ্বের বিভিন্ন ফুটবল লিগগুলি শুরু হওয়ার মুখে। কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় ফুটবল পুরোপুরি ভাবে থমকে রয়েছে। ফের কবে ভারতীয় ফুটবল শুরু হবে সেই ব্যাপারে কোনো আভাস পাওয়া যায়নি। এরই মধ্যে জুলাই মাসে কলকাতা লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে কলকাতা লিগ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তবে আইএফএ সচিব জয়দীপ মুখার্জি আসা রাখছেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে পুজোর পরেই শুরু করবেন কলকাতা লিগ।
এই পরিস্থিতিতে আইএফএ সচিব জয়দীপ মুখার্জি জানিয়েছেন দেশ জুড়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুজোর পরে অক্টোবর মাসের একেবারে শেষদিকে ঘরোয়া লীগ শুরু করার ইচ্ছা রয়েছে। তবে তার আগে আমরা অবশ্যই করোনা পরিস্থিতির দিকে লক্ষ্য রাখবো। করোনা আতঙ্ক কাটিয়ে আইএফএ অফিস খুললে শহরের বিশিষ্ট কয়েকজন ডাক্তারদের নিয়ে আমরা একটি কমিটি গঠন করবো। তাদের সাথে পরামর্শ করে সরকারি নির্দেশ মেনে ফুটবল ম্যাচ গুলি কিভাবে করা যায় সেই নিয়ে আলোচনা করবো।
ইতিমধ্যে রাজ্য ফুটবল সংস্থার তরফ থেকে মাঠ গুলি ঠিকঠাক করার কাজ শুরু হয়ে গিয়েছে। আইএফএ সচিব জয়দীপ মুখার্জি জানিয়েছেন আইএসএল এবং আইলিগ টুর্নামেন্ট গুলির সূচি পত্র দেখার পরেই আমরা ঘরোয়া লিগের সূচি প্রকাশ করবো। তবে আশা করব ফুটবল ক্লাবগুলি সব সময় আইএফএ এর পাশে থাকবে।