বিজেপিতে আরও বাড়ছে শুভেন্দু অধিকারীর গুরুত্ব, মমতাকে কুপোকাত করার উপহার পাবে বিরোধী দলনেতা

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি কিছু রদবদল হয়েছে রাজ্য বিজেপির (bjp) অন্দরে। দিলীপ ঘোষকে বিজেপির রাজ্য সভাপতির আসন থেকে সরিয়ে, সেখানে নিয়ে আসা হয়েছে সুকান্ত মজুমদারকে। বড় দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারের কাঁধে। দায়িত্ব হাতে পেয়েই প্রথম থেকে লড়াইয়ের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছেন সুকান্ত মজুমদার।

তবে বালুরঘাট থেকে গত লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত যে সুকান্ত মজুমদারকে কেউ চিনতেন না। তাঁর ভূমিকাও ছিল সঙ্ঘ পরিবার-কেন্দ্রিক, দীর্ঘ কাল ধরে আরএসএস-এর কার্যকর্তা পরিচিত ছিলেন। তিনি ছিলেন না সক্রিয় রাজনীতিবিদ। সেই তাঁর হাতেই কেন রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হল- তা নিয়ে উঠছে অনেক প্রশ্ন।

jvjvbjh

তবে সূত্রের খবর, নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর সঙ্গে বেশ সদ্ভাব আছে সুকান্ত মজুমদাররের। আর তারউপর দিল্লী গিয়ে জেপি নাড্ডাকে নাকি এই সুকান্ত মজুমদারের নামই বলে এসেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সময়ের আগেই সরিয়ে দেওয়া হল দিলীপ ঘোষকে। তাঁর অসংযত ও বিতর্কিত কথাবার্তা, শাসানি, সাম্প্রদায়িক উস্কানি সম্পর্কে কারোরই অজানা নয়। তারউপর দলের বেশকিছু নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্কের কথাও সকলের জানা। আবার দিলীপ বাবু এও জানতেন, সরাসরি হোক কিংবা ঘুরিয়ে, দিল্লীতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাঁর নামে কান ভাঙ্গানোর লোকেরও অভাব ছিল না।

তবে সবদিক থেকে বিচার করে দেখা যাচ্ছে, বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই রাজনীতির আঙিনায় কিছুটা নতুন হওয়ায়, বেশিরভাগ দায়িত্বটা এসে পড়বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর। তাই ধারণা করা হচ্ছে, আগামী দিনে দল পরিচালনার নানা বিষয়ে প্রাধান্য পেতে পারেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর