ফের অঘটন ঘটল ইউএস ওপেনে এবার ইউএস ওপেনের শেষ আটের লড়াই থেকে ছিটকে গেলেন 20 টি গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেডেরার। গ্রিগর দিমিত্রভের কাছে কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ রক্ষা করতে না পেরে হেরে গিয়ে কার্যত শেষ আটের লড়াই থেকে ছিটকে গেলেন এই টেনিস তারকা।
টেনিস র্যাংকিংয়ে 78 নম্বরে থাকা বুলগেরিয়ার টেনিস তারকা গ্রিগর দিমিত্রভের হেরে গিয়ে ইউএস ওপেনে নিজের দৌড় শেষ করলেন রজার ফেডেরার। প্রথম সেটে দিমিত্রভকে দাঁড়ানোর সুযোগ না দিয়ে 3-6 ব্যবধানে সেট জিতে নেন ফেডেরার। তারপরই দ্বিতীয় সেটে দুরন্ত ভাবে ঘুরে দাঁড়ান দিমিত্রভ সেট জিতে নেন 6-4 ব্যবধানে। কিন্তু তৃতীয় সেটে ফের একবার জয় ছিনিয়ে নিয়ে ম্যাচে ফেরেন রজার ফেডেরার। কিন্তু তারপরই ঘটে অঘটন, চতুর্থ এবং পঞ্চম সেটে ফেডেরারকে একেবারে ধুরমুস করে দিয়ে দুটি সেটই জিতে নেন দিমিত্রভ। খেলার শেষে 3-6, 6-4, 3-6, 6-4, 6-2 ব্যবধানে ফেডারারকে হারিয়ে ইউএস ওপেনে সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করে গ্রিগর দিমিত্রভ।
এর আগে সাত বার এবং এটা নিয়ে মোট আটবার সাক্ষাৎকার হয়েছে এই দুজনের মধ্যে। এটাই প্রথম জয় দিমিত্রভের অর্থাৎ এর আগের প্রতিটি ম্যাচেই জিতেছেন রজার ফেডেরার কিন্তু ইউএস ওপেনের সেমিফাইনালে এসে অঘটন ঘটিয়ে ফেললেন দিমিত্রভ।
কয়েকদিন আগে কাঁধে চোট নিয়ে জোকোভিচ ইউএস ওপেন থেকে ছিটকে যায় এবং তারপরেই টেনিস মহলে শোরগোল পড়ে যায় এবং সকলে আশা করতে থাকেন এবারের ফাইনালে তাহলে দেখা যাবে দুই তারকার মধ্যে এক বিরাট যুদ্ধ। অর্থাৎ ফাইনালে মুখোমুখি হতে চলেছে রজার ফেডেরার এবং রাফাল নাদাল। কিন্তু রজার ফেডেরার এর হার টেনিস প্রেমীদের হতাশ করল। এখন সবার নজর রাফাল নাদালের দিকেই। তবে অনেকে মনে করছেন হয়তো নুতন কোনো চ্যাম্পিয়ন দেখতে চলেছে টেনিস প্রেমীরা।