রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণ বহিরাগত, দাবী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে (West bengal) ক্রমাগত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। সেই সঙ্গে মৃতদেহের অমর্যাদার বিভিন্ন চিত্র দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সেইসব ঘটনাকে কেন্দ্র করে আবার বিক্ষোভও দেখাচ্ছে বিরোধীরা।

বহিরাগতদের জন্য বাড়ছে করোনা সংক্রমণ
বাড়তে থাকা করোনা ভাইরাসের দ্বারা সংক্রমণের ভিত্তিতে মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্যের বাইরে থেকে যেসকল ব্যক্তি রাজ্যে প্রবেশ করছে, তাঁদের মাধ্যমেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে রাজ্যে আচমকাই বেশ কিছুটা বেড়ে গিয়েছে করোনা সংক্রমণের মাত্রা। এদিনের বৈঠকে এমনটাও জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

mamata 32

হটস্পট এলাকা থেকে আসছে বিমানও
পাশাপাশি তিনি আরও জানালেন, বিভিন্ন হটস্পট এলাকা থেকেও বিমান আসছে রাজ্যে। যার ফলে বিমান যাত্রীদের মাধ্যমেও করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে রাজ্যে ধীরে ধীরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অর্থাৎ এদিনের বৈঠকে রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া নিয়ে সরাসরি বহিরাগতদের দায়ী করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি নজর রাখতে বললেন রাজ্যের অন্যান্য কর্তাদের।


Smita Hari

সম্পর্কিত খবর