বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (India) সীমান্ত এলাকায় চীনা (China) সেনার অনুপ্রবেশে ভারতীয় সেনা বাঁধা দিলে, দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। মে মাসের প্রথম সপ্তাহে চীনের সেনা গালভান নদীর পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল, তখন ভারতীয় সেনা সতর্কতার সাথে সীমান্তে বিপুল পরিমাণে সেনা মোতায়েন করতে শুরু করে দেয়।
ভারত-চীন সংঘর্ষ
সূত্রের খবর, ভারতের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ এবং ঘাটি স্থাপন করার উদ্যেশ্যেই চাইনিজ সেনারা ভারতে প্রবেশের চেষ্টা করছিল। কিন্তু ভারতীয় সেনা তৎপরতা এবং বুদ্ধিমত্তার সাথে চাইনিজ সেনাদের প্রতিহত করতে সক্ষম হয়। গালভান অঞ্চলে ঘাটি স্থাপনের স্বপ্ন ভঙ্গ হয় চীনের।
সড়ক নির্মাণকে কেন্দ্র করে, শুরু হয় সংঘর্ষ
সীমান্ত অঞ্চলে সড়ক নির্মাণকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছিল বলে জানা যায়। ভারত নির্মিত এই পথ ধরে ভারতীয় সেনারা খুব সহজেই চীনের সীমান্তে প্রবেশ করতে পারবে। চীনের পক্ষে তা সমস্যার হবে বলে মনেই, এই হামলা চালায় চাইনিজ সেনা। গত ২-৩ বছর ধরে এই সড়ক নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে, চাপে রয়েছে চীন সরকার। এমনকি এই সড়ক নির্মাণের কাজে বাধাপ্রদানের জন্য ওই অঞ্চলে চীনের হেলিকপ্টার উড়তে দেখা গিয়েছে।
মোতায়েন করা হয় সেনাও
চীনের বাস্তবিক নিয়ন্ত্রণ রেখা এবং ভারতের লাদাখ সীমান্ত অঞ্চলে প্রায় ৫০০০ চাইনিজ সেনা মোতায়েন করছে চীন সরকার। ভারত সরকারও কঠোর সুরক্ষা ব্যবস্থার কারণে সীমান্ত অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করে। ১৯৬৭ সালের পর থেকে ভারত এবং চীন সীমান্তে কোন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু বর্তমানে সীমান্ত অঞ্চলে লাগাতার সংঘর্ষ জারী রয়েছে। সেই কারণে দুই দেশের প্রধানরা শান্তিপূর্ণ সমাধানের বিষয়েও আলোচনা করছেন।