প্রথম ম্যাচে দুর্দান্ত হাফসেঞ্চুরি করে জাতীয় নির্বাচকদের গালে সপাটে দিলেন এই ভারতীয় ব্যাটসম্যান

বাংলা হান্ট ডেস্কঃ বেশ কয়েক বছর ধরে চেন্নাই সুপার কিংস (CSK) এর জার্সি গায়ে দুর্দান্ত পারফরম্যান্স কর চলেছেন ভারতীয় ব্যাটসম্যান আম্বাতি রায়াডু (Ambati Rayadu)। আইপিএলে আম্বাতি রায়াডুর দুর্দান্ত পারফরমেন্স দেখার পরই ভারতীয় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে 2019 বিশ্বকাপে আম্বাতি রাইডুকে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপের চার নম্বরে নামানো হবে।

সেই অনুযায়ী বিশ্বকাপের দেড় বছর আগে থেকে প্রত্যেকটি দ্বিপাক্ষিক সিরিজে আম্বাতি রাইডুকে দলে নেওয়া হত এবং চার নম্বরে নামানো হত। ধারাবাহিকভাবে প্রত্যেকটি সিরিজের ঝুড়ি ঝুড়ি রান করতেন আম্বাতি রাইডু। কিন্তু তার সত্ত্বেও বিশ্বকাপের দলে নেওয়া হয়নি আম্বাতি রাইডুকে। এমনকি বিশ্বকাপের মাঝপথে চোটের কারণে ছিটকে গিয়েছিল অলরাউন্ডার বিজয় শংকর। সেই জায়গায় দলে নেওয়া হয়ছিল অনভিজ্ঞ মায়াঙ্ক আগরওয়ালকে তবুও বিশ্বকাপের দলে সুযোগ দেওয়া হয়নি আম্বাতি রাইডুকে। আর তাই বিসিসিআই এর ওপর ক্ষোভ প্রকাশ করে বিশ্বকাপ চলাকালীনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন আম্বাতি রায়াডু।

ambati rayudu759 1

তবে ভারতীয় দলে সুযোগ না পেলেও চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাট হাতে নেমেই বিধ্বংসী মেজাজে পাওয়া গেল এই ভারতীয় ব্যাটসম্যানকে। এইদিন চেন্নাই সুপার কিংসের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে 48 বলে 71 রানের দুর্দান্ত ইনিংস খেলেন আম্বাতি রায়াডু। রায়াডুর এই ইনিংসের দৌলতে খুব সহজেই মুম্বাইকে হারিয়ে ম্যাচ জিতে নেয় চেন্নাই সুপার কিংস। সেই সাথে এই ইনিংস খেলে রায়াডু জাতীয় দলের নির্বাচকদের বুঝিয়ে দিলেন তাকে দলে না নিয়ে কত বড় ভুল করেছিল নির্বাচকরা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর