ভারতীয় ক্রিকেট দল অংশ গ্রহণ করল ‘স্বচ্ছ ভারত অভিযান’ প্রকল্পে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু হয়েছে গতকাল থেকে। আর কতকাল ছিল জাতির জনক গান্ধীজির 150 তম জন্ম জয়ন্তী। আর সেই দিনই পূর্ণ হল ভারত সরকারের ‘স্বচ্ছ ভারত মিশন’ এর পঞ্চম বর্ষ। সারা দেশের পাশাপাশি স্বচ্ছ ভারত মিশনে অংশগ্রহণ করলেন ভারতের জাতীয় ক্রিকেট দল। এইদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার সময় দেখা গেল ভারতীয় দলের জার্সিতে রয়েছে ‘স্বচ্ছ ভারত মিশন’ এর লোগো। প্রথম টেস্টে টসে জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ভারতের ওপেনার রোহিত শর্মা এবং মায়াঙ্ক আগারওয়াল  দুর্দান্ত শুরু করেছেন।

এই দিন ভারতের হয়ে ওপেনিংয়ে নেমেছেন রোহিত শর্মা। আর প্রথমবারের জন্য ওপেনিং নেমে দুরন্ত শতরান করে সকলের নজর কেড়েছেন রোহিত শর্মা। তার সাথে যোগ্য সঙ্গ দিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। দুজনের ব্যাটের উপর ভর করে ভারত পৌঁছে গিয়েছে একটা ভালো জায়গায়।

180698162f5145c2a31b159d455998f08963abb69

এইদিন টসে জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন এই পিচটি ব্যাটিং করার পক্ষে খুবই উপযোগী। তবে প্রথম কয়েকদিনের জন্য তারপরে ধীরে ধীরে স্লো হবে এবং তখন ব্যাটে বল আসতে অসুবিধা হবে, আর তাই ভারতের এই সিদ্ধান্ত। ভারতের বিরুদ্ধে সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকা শুরু করল টেস্ট চ্যাম্পিয়নশিপ। অপরদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজে দুর্দান্ত জয়লাভের পর এটি ভারতের দ্বিতীয় সিরিজ।

Udayan Biswas

সম্পর্কিত খবর