ভারতের মাটিতে ভারতীয় অনুর্দ্ধ 23 ক্রিকেট দল এবং বাংলাদেশ অনুর্দ্ধ 23 ক্রিকেট দলের মধ্যে সিরিজ অনুষ্ঠিত হল। আর পুরো সিরিজ জুড়ে দাপট দেখালো ভারতীয় দল। বাংলাদেশ কে একেবারে ধুরমুস করে সিরিজ নিজেদের নামে করে নিল ভারতীয় দল। পাঁচ ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের পকেটে পুরে নিল ভারতীয় দল। এইদিন লখনৌতে সিরিজের চুতর্থ ম্যাচ ছিল সেই ম্যাচে বাংলাদেশের কাছে ম্যাচ জিতে নিয়ে এই পাঁচ ম্যাচের সিরিজ 3-1 ব্যবধানে জিতে নিল ভারতীয় দল। শুক্রবার এই সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ কিন্তু সেই ম্যাচ এখন শুধুমাত্র নিয়মরক্ষা।
এইদিন বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে 6 উইকেটের বিনিময়ে 201 রান তুলতে সক্ষম হয়। ইনিংসের শুরুতেই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে পরে বাংলাদেশ। একটা সময় বাংলাদেশ মাত্র 55 রানে 4 উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় সেই সময় বাংলাদেশী উইকেট রক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম দলের হাল ধরেন। তার হাফসেঞ্চুরি বাংলাদেশ কে সম্মানজনক স্কোরে নিয়ে যায়। ভারতীয় বোলারদের মধ্যে অতীত শে এবং অর্শদীপ সিং দুটি করে উইকেট পেয়েছেন।
এরপর ভারতীয় দল ব্যাটিং করতে নামলে তারাও কিছুটা চাপে পড়ে যায় শুরুর দিকে। 98 রানে 4 উইকেট খুইয়ে ভারতীয় দল কিছুটা চাপে পড়ে যায়। কিন্তু ভারতীয় ব্যাটসম্যান প্রিয়ম গর্গের ব্যাটের উপর নির্ভর করে শেষপর্যন্ত 42.2 ওভারে ভারতীয় দল নিজেদের প্রয়োজনীয় রান তুলে নেন।
স্কোর বোর্ডে কম রান থাকার সত্ত্বেও বাংলাদেশী বোলাররা লড়াই করে ভারতকে চাপে ফেলার চেষ্টা করলেও তাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেয় নি ভারতীয় ব্যাটসম্যানরা। ফলে খুব সহজেই বাংলাদেশ কে সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেয় ভারতীয় অনুর্দ্ধ 23 ক্রিকেট দল।