নতুন নৌসেনা প্রধান পেল ভারতীয় নৌবাহিনী, দেওয়া হল গার্ড অফ অনার

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমি নৌসেনার দায়িত্ব সামলানো অ্যাডমিরাল আর হরি কুমার (Admiral R Hari Kumar) আজ মঙ্গলবার ভারতীয় নৌসেনার প্রধান (Chief Of The Navy) হিসেবে নিযুক্ত হলেন। ওনাকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয়। অ্যাডমিরাল করমবীর সিংয়ের (Admiral Karambir Singh) জায়গা নেবেন অ্যাডমিরাল আর হরি কুমার। ৯ নভেম্বর হরি কুমারকে নৌসেনার (Indian Navy) প্রধান হিসেবে মনোনীত করা হয়েছিল। অ্যাডমিরাল করমবীর সিং আজ ৩০ নভেম্বর অবসর নিচ্ছেন।

বলে দিই, অ্যাডমিরাল হরি কুমারের জন্ম ১২ এপ্রিল ১৯৬২ সালে হয়েছিল। ১ জানুয়ারি ১৯৮৩ সালে অ্যাডমিরাল আর হরি কুমার নৌসেনার কার্যকারী শাখায় নিযুক্ত হয়েছিলেন। প্রায় ৩৯ বছরের নিজের দীর্ঘ এবং বিশিষ্ট সেবার মধ্যে তিনি কম্যান্ড, স্টাফ আর কয়েকটি গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। এরপর আজ উনি সবথেকে বড় পদে বসছেন।

অ্যাডমিরাল হরি কুমারের সামুদ্রিক কমান্ডের মধ্যে রয়েছে আইএনএস নিশাঙ্ক, ক্ষেপণাস্ত্র কর্ভেট আইএনএস কোরা এবং নির্দেশিত ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী আইএনএস রণবীর। উনি ভারতীয় নৌসেনার বিমানবাহী রণতরী আইএনএস বিরাটেরও দায়িত্ব সামলেছেন। অ্যাডমিরাল হরি কুমার ওয়েস্টার্ন ফ্লিটের অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

hari

বলে দিই, অ্যাডমিরাল হরি কুমার যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজ, আর্মি ওয়ার কলেজ, মহু এবং ব্রিটেন রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজ থেকে কোর্স করেছেন। তিনি পরম বিশেষ সেবা পদক (PVSM), অতী বিশেষ সেবা পদক (AVSM) এবং বিশেষ সেবা পদক (VSM) দিয়ে ভূষিত হয়েছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর