বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে ছিটকে বিশ্বকাপে খেলার স্বপ্ন কার্যত শেষ ভারতীয় ফুটবল দলের আর এরপরে মুখ খুললেন ভারতীয় ফুটবল দলের হেড কোচ ইগর স্তিমাচ। এইদিন স্তিমাচ বলেন যে দল হিসেবে আমরা যথেষ্ট উন্নতি করেছি এবং তার ফলে গোল করার জন্য ভালো ভালো সুযোগও তৈরি হচ্ছে। কিন্তু আমাদের দলের সবথেকে বড় অসুবিধা গোল করার মতো ভালো স্ট্রাইকার নেই। আর এই একজন ভালো স্ট্রাইকারের অভাবই প্রতিটা ম্যাচে আমাদের জয়ের রাস্তায় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে।
স্তিমাচ বলেন যে ভারতীয় দলের সর্বোচ্চ এবং বিশ্ব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী কিন্তু শেষ চার ম্যাচে তার পা থেকে একটাও গোল আসেনি। এরফলেই আটকে আছে ভারতীয় দল। তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে অধিনায়ক সুনীল ছেত্রী আটকে গেলেই ভারতীয় দলের গোল করতে সমস্যা হচ্ছে বাকি স্ট্রাইকাররা সেই ভাবে জ্বলে উঠতে পারছেন না। মনবীর সিং ও ফারুক চৌধুরীর মত বেশ কয়েকজন স্ট্রাইকার থাকলেও তারা যে গোল করতে পারছেন না সেই ব্যাপারে জানিয়েছেন কোচ ইগর স্তিমাচ। অপরদিকে প্রাক্তন ভারতীয় ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায় এবং শ্যাম থাপা জানিয়েছেন যে দেশের বড় বড় দুটি লিগে কোচেরা দেশীয় স্ট্রাইকারদের উপর ভরসা করতে পারছেন না মূলত বিদেশী স্ট্রাইকার নিয়েই তারা মাঠে নামছেন।
আর এর ফলে একদিকে যেমন ভারতের স্ট্রাইকাররা নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন। তেমনি অপরদিকে ভালো মানের দেশীয় স্ট্রাইকার উঠে আসছে না। এছাড়াও ভারতের অন্যতম সেরা স্ট্রাইকার জেজে লালপেখলুয়া চোটের কারণে মাঠের বাইরে আছে। অপরদিকে কোচ ইগর স্তিমাচের পছন্দ হচ্ছেনা বলবন্ট সিং, জবি জাস্টিনের খেলা। মূলত এই সমস্ত কারণেই জাতীয় দলে একজন ভালো স্ট্রাইকারের অভাব হচ্ছে।
উল্লেখ্য কোচ ইগর স্তিমাচের তত্ত্বাবধানে ভারতীয় দল যে ক’টি টুর্নামেন্টে খেলেছে প্রতিটিতেই ব্যর্থ হয়েছেন।