বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের কথা মাথায় রেখেই সুনীল ছেত্রীরা আগামী আগস্ট মাসের তৃতীয় সপ্তাহেই মাঠে নামতে চলেছেন। আগামী অক্টোবর মাসে কাতারের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ভারতীয় ফুটবল দলের। এই কথা মাথায় রেখে দ্রুত অনুশীলনে নামতে চায় ভারতীয় ফুটবল দল। উড়িষ্যা সরকারের কাছে ইতিমধ্যেই আবেদন পত্র পাঠিয়েছে ফেডারেশন। উড়িষ্যা সরকারের অনুমতি মিললেই আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে ভুবনেশ্বরে জোর কদমে অনুশীলন শুরু করতে চলেছেন সন্দেশ জিজ্ঞানরা। তবে সরকারের দেওয়া সমস্ত নির্দেশিকা মেনেই ভারতীয় দলের প্রস্তুতি শিবির করতে চায় ফেডারেশন।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলার জন্য কাতার ফুটবল দল যে ভারতে আসবে তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে ফেডারেশনকে। শুধু তাই নয় কাতার ফুটবল দল ভারতের মাটিতে পা দেওয়ার পর নিয়ম করে প্রত্যেকের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক এবং 14 দিন সকলকেই কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপরেই তারা মাঠে নামতে পারবেন।
আর এই সমস্ত প্রক্রিয়ার জন্য কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার দিকেই তাকিয়ে রয়েছে ফেডারেশন কর্তারা। সবকিছু ঠিকঠাক হলে আগামী অক্টোবর মাসে উড়িষ্যায় ভারত বনাম কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচটি ভুবনেশ্বরে দর্শকশূন্য স্টেডিয়ামে হতে চলেছে।