বিরাটের নেতৃত্বে ভারতীয় দল এই মুহূর্তে খুবই বিপজ্জনক, বিরাটই বিশ্বসেরা ব্যাটসম্যান: সৌরভ গাঙ্গুলি।

টিএসকে 25কে দৌড়ের উদ্বোধন করার জন্য সোমবার কলকাতার একটি পাচঁতারা হোটেলে আসেন সৌরভ গাঙ্গুলি। সেখানেই সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করা হয় যে আপনি কি ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চান? সেই প্রশ্নের জবাবে মহারাজ বলেন, এই মুহূর্তেই ভারতীয় ক্রিকেট দলের আগামী কোচ নিয়ে আলোচনা করা ঠিক নয়, কারণ কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড একজনকে কোচ নির্বাচন করেছেন, তাই আগে তার মেয়াদ শেষ হোক তারপর ভাবা যাবে ভারতীয় দলের আগামী কোচের ব্যাপারে।

এই প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেন যে, আমার কিন্তু কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। আমি ভারতীয় দলের কোচ হয় নি কিন্তু আইপিএল ফ্রাঞ্চায়সি দিল্লি ক্যাপিটালসের কোচিং করিয়েছি। এই দিল্লি দলটি এতদিন পর্যন্ত পয়েন্ট টেবিলের নীচের দিকে অবস্থান করতো আর আমি প্রথমবার দায়িত্ব নিয়েই দলকে সেমি ফাইনালে তুলেছি।

sourav ganguly turns 44 twitterati wish prince of kolkata

ভারতের এই প্রাপ্তন অধিনায়ক ভালো ভাবেই জানেন যে, আইপিএল দলে কোচিং করানো এবং জাতীয় দলে কোচিং করানোর মধ্যে রয়েছে বিস্তর ফারাক। কিন্তু তার পরেই গাঙ্গুলির এই ইঙ্গিত বুঝিয়ে দিচ্ছেন যে জাতীয় দলের কোচিংয়ের প্রস্তাব পেলে তিনি না করবেন না।

সেই সাথে এইদিন সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করা হয় বর্তমান ক্রিকেটে বিরাট- স্মিথ দৌরাত্ব নিয়ে। এই প্রসঙ্গে গাঙ্গুলি বলেন কে বড় প্লেয়ার এই নিয়ে তর্ক করা ঠিক নয়। দুজনই বেশ প্রতিভাবান তাই তাদের মধ্যে তুলনা করা ঠিক নয়। সেই সাথে তিনি বলেন বিরাট কোহলি যে বর্তমান ক্রিকেটের সেরা ব্যাটসম্যান সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করার কোনো জায়গা নেই। আর ভারতীয় হিসাবে এটা আমাদের কাছেও অত্যন্ত খুশির ও গর্বের

এই মুহূর্তে ভারতের মাটিতে চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ। এই সিরিজে কে এগিয়ে প্রশ্ন করা হলে দাদা বলেন অবশ্যই ভারত এগিয়ে। কারণ বর্তমানে ভারতের যে দল রয়েছে সেই দলকে ভারতের মাটিতে হারানো প্রায় অসম্ভব। কারণ ভারত দেশের মাটিতে খুব ভয়ঙ্কর দল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর