বাবর আজমকে খুনের হুমকি দিয়ে বসলেন ভারতীয় টেনিস তারকা।

Published On:

কয়েক দিন আগেই পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন বাবর আজম। কিন্তু হঠাৎই তিনি খুনের হুমকি পেলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার কাছে। এইদিন ইনস্টাগ্রামে দীর্ঘক্ষন চ্যাট করেন সেখানে বেশ হাসি মজা, ঠাট্টা তামাশা চলছিল কিন্তু হঠাৎই তাদের মধ্যে কি এমন ঘটনা ঘটলো যে সানিয়া মির্জা সরাসরি খুনের হুমকি দিয়ে বসলেন পাক অধিনায়ক বাবর আজমকে।

এইদিন ইনস্টাগ্রামে লাইভ চ্যাট করছিলেন পাকিস্তানের দুই ক্রিকেটার বাবর আজম এবং শোয়েব মালিক। তখনই শোয়েব মালিক হঠাৎই বাবর আজমকে প্রশ্ন করেন তোমার প্রিয় ভাবি কে? তাড়াতাড়ি উত্তর দাও। সেই প্রশ্নের উত্তরে সানিয়া মির্জাকে রাগানোর জন্য বাবর আজম বলেন আমার প্রিয় ভাবি খশবা ভাবি, যিনি প্রাপ্তন পাক অধিনায়ক সরফরাজ আহমেদের স্ত্রী। এই কথা শুনে সানিয়া মির্জা মজা করে বাবর আজম কে বলেন “তোমাকে খুন করে ফেলবো।”

সেই সাথে সানিয়া মির্জা বাবর আজম কে বলেন তুমি সত্যি কথা বলে ভালোই করেছ। এরপর থেকে কোনদিন তোমাকে আর বাসায় দাওয়াত দেবো না। করোনার কারণে দীর্ঘদিন ধরে পাকিস্তানে আটকে পড়েছিলেন শোয়েব মালিক। দীর্ঘ পাঁচ মাস পরে তিনি ছুটি পেয়েছেন নিজের স্ত্রী এবং সন্তানের সাথে দেখা করার জন্য।

সম্পর্কিত খবর

X