এবার চোখের পলকে ডাউনলোড হয়ে যাবে সিনেমা! সামনে এল Jio 5G-র ডাউনলোড স্পিড

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে 5G পরিষেবা শুরু করার ক্ষেত্রে যথেষ্ট তৎপরতা পরিলক্ষিত হচ্ছে টেলিকম সংস্থাগুলির মধ্যে। সেই দৌড়ে পিছিয়ে নেই Reliance Jio। এমতাবস্থায়, আপনি যদি ইতিমধ্যেই Jio-র 5G বিটা ট্রায়ালে অংশ নেওয়ার ক্ষেত্রে Jio Welcome Offer-এর সুযোগ পান, সেক্ষেত্রে আপনি অবাক করার মত গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। ইতিমধ্যেই নেটওয়ার্ক ইন্টেলিজেন্সের গ্লোবাল লিডার Ookla গ্রাহকদের উদ্দেশ্যে Jio এবং Airtel-এর 5G গতি সম্পর্কে ডেটা শেয়ার করেছে।

উল্লেখ্য যে Ookla, Speed Test দ্বারা সংগৃহীত ডেটা একত্র করে ব্যবহারকারীরা 5G থেকে কোন ধরণের গতি পেতে পারেন তা সামনে এনেছে। প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে, দিল্লিতে Jio 598.58 Mbps-এর গড় ডাউনলোড স্পিড সরবরাহ করতে সক্ষম হয়েছে। অর্থাৎ যা প্রায় 600 Mbps-এর কাছাকাছি। মূলত, চলতি বছরের জুন মাসে সম্পন্ন হওয়া Speed Test-এর ভিত্তিতে Ookla এই তথ্য প্রকাশ করেছে।

Jio 5G স্পিড: ইতিমধ্যেই Reliance Jio তার 5G নেটওয়ার্ক সম্পর্কিত বিটা ট্রায়াল শুরু করেছে। যদিও বিটা ট্রায়ালের জন্য আমন্ত্রিত ব্যবহারকারীর সংখ্যা এখন অনেকেটাই কম। তবে, সময়ের সাথে সাথে এই সংখ্যা ক্রমশ বাড়তে থাকবে। আপাতত Jio তার 5G ট্রায়ালের ঘোষণা করেছে নয়াদিল্লি, কলকাতা, বারাণসী এবং মুম্বাই, এই চারটি শহরে।

দিল্লিতে সর্বোচ্চ ডাউনলোড স্পিড: Ookla-র মতে, কলকাতায়, Jio-র ডাউনলোড স্পিড ছিল 482.02 Mbps। পাশাপাশি, মুম্বাই এবং বারাণসীতে, এই স্পিড ছিল যথাক্রমে 515.38 Mbps এবং 485.22 Mbps। এমতাবস্থায়, Jio-র সবথেকে বেশি ডাউনলোড স্পিড পরিলক্ষিত হয়েছে দিল্লিতে। সেখানে এই স্পিড ছিল 598.58 Mbps।

JIO 5G SPECTRUM

5G স্মার্টফোন থাকতে হবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Reliance Jio 5G SA (স্ট্যান্ডঅ্যালোন) স্থাপন করছে। যার মানে হল এই নেটওয়ার্ক 5G কোরে চলবে এবং ইতিমধ্যেই থাকা LTE কোরের উপর নির্ভর করবে না। ব্যবহারকারীরা MyJio অ্যাপে Jio-র 5G-র ব্যবহারের ক্ষেত্রে “ইনভাইটেশন” চেক করতে পারেন। তবে, মনে রাখবেন যে, 5G ব্যবহার করার জন্য, স্মার্টফোনের সেটিংস অবশ্যই 5G সক্ষম হতে হবে। পাশাপাশি, এটাও মাথায় রাখতে হবে যে, প্রতিটি ডিভাইস কিন্তু 5G SA সাপোর্ট করে না।

যদিও, OEMs (অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) 5G SA কানেক্টিভিটি সাপোর্ট করার লক্ষ্যে স্মার্টফোনের জন্য OTA (ওভার-দ্য-এয়ার) আপডেট আনার ক্ষেত্রে কাজ করছে। এমতাবস্থায়, খুব শীঘ্রই আরও ডিভাইস Jio-র এই 5G পরিষেবা সাপোর্ট করবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, Jio তার 5G পরিষেবাগুলিকে “True 5G” হিসেবে ব্র্যান্ডিং করেছে। কারণ এটি 5G SA-এর সাথে আসছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর