পুড়ে ছাই হলেও, মিলবে না গরমের ছুটি! রাজ্য সরকারের নিয়মে রেগে লাল অভিভাবকরা

বাংলা হান্ট ডেস্ক : বৈশাখ আসতে না আসতেই তাপপ্রবাহে পুড়ছে গোটা দেশ। হাওয়া অফিস বলছে, রেকর্ড হারে তাপমাত্রা বাড়বে এবছর। হিট ওয়েভের (Heat Wave) জেরে সান স্ট্রোকের মত ঘটনাও বাড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের। যে কারণে পড়ুয়াদের কথা মাথায় রেখে ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে স্কুলে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার (State Government)। ব্যতিক্রম এই একটি রাজ্য‌। এত গরমেও মিলছেনা স্কুল ছুটি। আর তাতেই রেগে লাল অবিভাবকরা।

সূত্রের খবর, ছুটি দেওয়ার চেয়ে স্কুলের সময় বদলে দেওয়াকেই বেশি কার্যকরি বলে মনে করছে রাজ্য সরকার। যে কারণে সরকার ঘোষণা করেছে, সোমবার থেকে রাজ্যের সব স্কুলের সময় এগিয়ে করা হয়েছে সকাল ৭টা। গ্রীষ্মের তপ্ত দুপুরের দাবদাহ থেকে বাঁচতে পড়ুয়াদের সকাল সকাল স্কুলে আসার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

উল্লেখ্য যে, এই ঘোষণাটি করেছে ঝাড়খণ্ডের (Jharkhand) সরকার। ইতিমধ্যেইস সেই রাজ্যের ডালটনগঞ্জ এলাকায় তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছিল ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। তা সত্বেও স্কুল ছুটি দেওয়ার কথা মাথায় আনছেনা সে রাজ্যের সরকার। বদলে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, প্রাইমারি বিভাগের ক্লাস হবে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত। যেখানে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্লাস করানো হবে সকাল ৭টা থেকে বেলা ১২টা অবধি।

আরও পড়ুন : ঋণে জর্জরিত, তারপরেও চীনপন্থী দলেই ভরসা মালদ্বীপের! রেকর্ড ব্যবধানে জয়ী মুইজ্জু

ঝাড়খণ্ডের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলেই এই নিয়ম লাগু হবে বলে জানিয়েছে সেরাজ্যের সরকার। এছাড়াও এইদিন আরও বলা হয় যে, এই সময়কালে স্কুলে কোনোরকম খেলাধুলার কর্মসূচি রাখা যাবেনা। এমনকি প্রার্থনাও যাতে খোলা আকাশের নিচে না হয় তার দিকে বিশেষ খেয়াল রাখার পরামর্শ দিচ্ছে সরকার।

আরও পড়ুন : হারিয়েই দিয়েছিল স্টার্ক, টানটান উত্তেজনার ম্যাচে ১ রানে জয়ী KKR! আশা শেষ বিরাটের

in heat andhra

কোন কোন রাজ্যে স্কুল ছুটি?

যদিও ঝাড়খণ্ড সরকার ছুটি না দিলেও স্কুলের ছুটি এগিয়ে এনেছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার থেকেই গরমের ছুটি দেওয়া হয়েছে স্কুলগুলিতে। একইরকমভাবে স্কুল ছুটির ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকারও। যেখানে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি লাগু হবে আগামি মে মাস থেকে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর