অধিকাংশজন জানেন না! iPhone-এ রয়েছে এই দুর্ধর্ষ “সিক্রেট ফিচার”! কিভাবে করবেন ব্যবহার?

বাংলা হান্ট ডেস্ক: মোবাইল প্রেমীদের কাছে iPhone পছন্দের তালিকায় একদম শীর্ষে থাকে। এই ফোনের দাম কিছুটা বেশি হলেও iPhone-এ পাওয়া যায় একাধিক দুর্ধর্ষ ফিচার্স। কিন্তু, অনেকে এই ফোন কিনে ফেললেও সেই ফিচার্সগুলি সম্পর্কে সঠিকভাবে জানতে পারেন না। বর্তমান প্রতিবেদনেও আজ আমরা ঠিক সেইরকমই এক বিষয় উপস্থাপিত করব। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই।

iPhone-এ Magnifier ক্যামেরার ব্যবহার:

মূলত, আজ আমরা আপনাদের কাছে Magnifier সম্পর্কে জানাবো। আপনি যদি আপনার iPhone-এ Magnifier ক্যামেরা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। শুধুমাত্র অ্যাপের সার্চ বারে Magnifier লিখে সার্চ করুন। এর পরে Magnifier ক্যামেরার আইকনটি আপনি দেখতে পাবেন। সেই আইকনে ক্লিক করে ক্যামেরা ব্যবহার করতে পারেন। এই ক্যামেরাটি সাধারণ ক্যামেরার মতোই কাজ করে। যার মাঝখানে ছবি তোলার অপশন আছে। পাশাপাশি, ডান পাশে সেটিংস দেওয়া আছে এবং বাম পাশে অ্যাক্টিভিটি অপশন দেওয়া রয়েছে।

The iPhone has this awesome “secret feature.

এমতাবস্থায়, আপনি যখন ওই ক্যামেরার ক্যাপচার বাটনে ক্লিক করবেন তখন ফটো ক্লিক করা হবে এবং আপনি জুম করার অপশনও পাবেন। যেটিতে আপনি এক্সট্রা জুম করতে পারেন এবং যেকোনও পণ্যের বিবরণ পরীক্ষা করতে পারেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় BCCI-এর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ! টিম ইন্ডিয়া নিয়ে ছড়াল বড় গুজব, জানলে হবেন অবাক

সেটিংসে গিয়ে কাস্টমাইজ করুন: এছাড়াও, আপনি সেটিংস অপশনে ক্লিক করে সেটিংস কাস্টমাইজ করতে পারেন। এতে ব্রাইটনেস, কনট্রাস্ট, ফিল্টার, টর্চ, ফোকাস লক, ক্যাপচার মোড অন্তর্ভুক্ত রয়েছে। আপনি যদি একটি ছবির দিকে পয়েন্ট করে ছবিটি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি রিডার্সে থাকা অপশনে ক্লিক করলে ছবিতে যা যা লেখা রয়েছে তা শোনা যাবে।

আরও পড়ুন: “ছেলের কেরিয়ার নষ্ট করেছে…..”, ধোনি-বিরাট সহ মোট ৪ জনের ওপর বড় অভিযোগ করলেন সঞ্জুর বাবা

এর জন্য আপনাকে সেটিংসে গিয়ে ক্যাপচারে ক্লিক করতে হবে। সেখানে দু’টি অপশন দেখাবে। যার মধ্যে একটি হল শো ইন কন্ট্রোল প্যানেল এবং অন্যটি অলওয়েজ শো প্লেব্যাক কন্ট্রোল। এর মধ্যে আপনাকে দ্বিতীয় অপশনটিতে ক্লিক করতে হবে। এর পরে আপনার ফোন ফটোতে কি লেখা আছে তা পড়তে শুরু করবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর