দেওয়ালির জন্য দু’দিন পিছিয়ে যেতে চলেছে IPL ফাইনাল।

সারা বিশ্বজুড়ে ব্যাপক হারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে 29 শে মার্চ থেকে আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও সেটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছিল বিসিসিআই। করোনার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল করে দিতে বাধ্য হয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। আর এই সময়টা কাজে লাগিয়ে আইপিএল করতে মরিয়া বিসিসিআই। বিসিসিআই সূত্রে জানানো হয়েছে 19 শে সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে বসতে চলেছে এবারের আইপিএলের আসর, ফাইনাল ম্যাচটি হবে 8 ই নভেম্বর।

আইপিএল নিয়ে বিশেষ বৈঠকে বসতে চলেছে গভর্নিং কাউন্সিল। আর তারপরই আইপিএলের পূর্ণাঙ্গ দিনক্ষণ ঘোষণা করা হবে তবে জানা গিয়েছে। তবে গভর্নিং কাউন্সিলের বৈঠকে বসার আগেই আইপিএলের দিনক্ষনে বদল আনতে চলেছে বিসিসিআই।

225454630c984e3f89cc810086beae9883b3d14d0fbbec33dc8fae83174e9a472489eef14

আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছিলেন 19 শে সেপ্টেম্বরে আইপিএল শুরু হবে এবং শেষ হবে 8 ই নভেম্বর। তবে এখন জানা গিয়েছে 8 ই নভেম্বর নয় বরং আইপিএল ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 10 ই নভেম্বর। তবে এটা যদি হয় তাহলে আইপিএলের ইতিহাসে এই প্রথম সপ্তাহের মাঝে আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হবে। এতদিন পর্যন্ত প্রত্যেক বছর আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হয়েছে রবিবার তবে এবার আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে মঙ্গলবার। আসলে সেই সময় দেশজুড়ে দেওয়ালি চলবে। আর দেওয়ালির সপ্তাহকেই কাজে লাগাতে চাইছে বিসিসিআই।

Udayan Biswas

সম্পর্কিত খবর