আইপিএলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল এবার কলকাতার নাইট রাইডার্স দলে যোগ দেওয়া এই ভারতীয় বোলারের। গত বছর আবুধাবিতে টি-10 ক্রিকেট লীগে অংশগ্রহণ করেছিলেন এবার কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়া প্রবীণ তম্বে। আর তাই এবারের আইপিএলে তাম্বের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বিসিসিআই এর নিয়ম অনুসারে বিসিসিআই এর সাথে চুক্তিবদ্ধ থাকা কোন ক্রিকেটার অন্য কোন দেশের টি-টোয়েন্টি অথবা টি টেন লিগে অংশগ্রহণ করতে পারবেন না। শুধুমাত্র কাউন্টি ক্রিকেট এবং বাংলাদেশে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন যদি বিসিসিআই অনুমতি দেয় তবেই। কিন্তু এক্ষেত্রে বিনা অনুমতিতে আবুধাবিতে টি-10 ক্রিকেট লিগে অংশগ্রহণ করেছিলেন প্রবীণ তম্বে, সেই জন্যই এবার আইপিএলে তিনি খেলতে পারবেন কিনা সেই নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এর আগে হায়দ্রাবাদ এবং রাজস্থানের হয়ে দীর্ঘদিন আইপিএল খেলেছেন প্রবীন তম্বে। আর এবারের নিলামে এই 48 বছর বয়সী স্পিনারকে 20 লক্ষ টাকার বিনিময়ে নিজেদের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। এখন এটাই দেখার এবারের আইপিএলে প্রবীণ তম্বে মাঠে নামতে পারেন কিনা।