এই মুহূর্তে গোটা দেশজুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। প্রায় রোজই দ্রুত গতিতে বেড়ে চলেছে কারোনা আক্রান্তের সংখ্যা। সুস্থ হয়ে অনেক মানুষ বাড়ি ফিরছেন তবুও পরিস্থিতি আয়ত্তের মধ্যে আসছে না। কারণ আক্রান্ত হয়ে বাড়ি ফেরার থেকেও নতুন করে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। আর এমন পরিস্থিতিতে দেশের মাটিতে ফাঁকা গ্যালারিতে আইপিএল করার কথা ভাবছিলেন বিসিসিআই কর্তারা। কিন্তু বর্তমানে এই উদ্বেগজনক পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হল বিসিসিআই। জানা গিয়েছে এবার বিদেশের মাটিতে হতে চলেছে আইপিএল।
আইপিএল নিয়ে বিসিসিআইয়ের পরিকল্পনা:
আইসিসির তরফে করোনা পরিস্থিতির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি বাতিল করলেই সেই সময়টা কাজে লাগিয়ে আইপিএল আয়োজন করতে প্রস্তুত বিসিসিআই। সূত্রে খবর এই বছর আইপিএল হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে।
জানা গিয়েছে আরব আমিরশাহীতে দুই সপ্তাহের জন্য অনুশীলন করতে চলেছে 35 সদস্যের ভারতীয় দল। আগামী আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ থেকেই ভারতীয় দলের এই প্রস্তুতি শিবির শুরু হতে চলেছে। জানা গিয়েছে সেখান থেকে দেশে না ফিরে ভারতীয় ক্রিকেটাররা নিজের নিজের আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছর 26 শে সেপ্টেম্বর শুরু হতে চলেছে আইপিএল এবং আইপিএলের ফাইনাল ম্যাচটি হবে 8 ই নভেম্বর।