করোনা ভাইরাসের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল করতে বাধ্য হয়েছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ার ফলে আইপিএল আয়োজনের রাস্তা প্রশস্ত হয়ে যায় বিসিসিআই এর কাছে। বিসিসিআই এর তরফে প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছিল এই বছর আইপিএল শুরু হবে আগামী 26 শে সেপ্টেম্বর থেকে। তবে এখন জানা গিয়েছে তার আগেই শুরু হতে চলেছে এবারের আইপিএল।
এই বছর আইপিএল শুরু হওয়ার কথা ছিল 29 শে মার্চ। কিন্তু বিশ্বজুড়ে করোনা মহামারির ছড়িয়ে পড়ায় অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করে দেয় বিসিসিআই। একটা সময় মনে হয়েছিল বিশ্বজুড়ে যেভাবে করোনার প্রকোপ বেড়ে চলেছে তাতে এই বছর আইপিএল বাতিল করতে হবে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ার ফলে ফের আইপিএল আয়োজন নিয়ে আসা জেগেছে।
বিশ্বকাপ বাতিল হওয়ার পরে জানা গিয়েছিল আগামী 26 শে সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহিতে বসতে চলেছে এবারের আইপিএলের আসর। কিন্তু গতকাল আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন আগামী 19 শে সেপ্টেম্বর এই বছর আইপিএল শুরু হতে চলেছে আরব আমিরশাহিতে। ফাইনাল ম্যাচটি হবে 8 ই নভেম্বর।