বাংলাহান্ট ডেস্কঃ অবশেষে আরও এক জট কাটল জোটের। খাম প্রতীকে লড়বে আব্বাস সিদ্দিকির ইণ্ডিয়ান সেকুলার ফ্রন্ট (isf)। নির্বাচন কমিশনের কাছ থেকে সোমবার এই প্রতীক পেল ISF। ধারণা করা হচ্ছে, আগামীকাল ফুরফুরা শরিফ থেকে এই বিষয়ে ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
একুশের নির্বাচনে একসঙ্গে জোট বেঁধেছে বাম-কংগ্রেস এবং ISF। প্রথম দিকে কিছু সমস্যা থাকলেও, ধীরে ধীরে জোট খুলেছে জোটের। প্রথমে প্রার্থী দাঁড় করানোর জন্য আসন জট কেটে যাওয়ার পরই প্রতীক পেল আব্বাস সিদ্দিকির ISF।
নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ হয়ে গেলেও, প্রথম দুদফার ৬০ টি আসনের মধ্যে যে ৪ টি আসনে ISF লড়বে, সেই সকল প্রার্থীদের নাম এখনও ঘোষণা করা হয়নি। আব্বাস সিদ্দিকি আগেই জানিয়েছিলেন, তিনি পিছিয়ে পড়া মানুষদের জন্য লড়ছেন। সেই কারণে তাঁর দলের সভাপতি হয়েছেন শিমূল সেরেন।
এই সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখেই ৩৭ টি আসন তাদের ছেড়ে দিয়েছে বাম কংগ্রেস। কিন্তু আসন পেলেও কোন প্রতীক নিয়ে তাঁরা নির্বাচনে লড়বে, তা প্রথমে ঠিক করা হয়নি। তাদের কোন প্রতীক ছিল না। তবে সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে আব্বাস সিদ্দিকির ISFকে দেওয়া হল ‘খাম’ চিহ্ন।
নির্বাচনের কিছুটা প্রার্থী তালিকা ঘোষণা করলেও, নন্দীগ্রাম জোটের পক্ষ থেকে কোন প্রার্থী দাঁড়াচ্ছেন সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রথম পর্বের প্রার্থী তালিকা প্রকাশের দিন বিমান বসু জানিয়েছিলেন, নন্দীগ্রামে হাইভোল্টেজ ব্যাপার। তাই সেখানে কে প্রার্থী হচ্ছেন, তা পরে জানানো হবে। তবে এখনও অবধি সেবিষয়ে কিছুই জানা যায়নি।