জোড়া বিপদ! ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে মন্তব্যের জের, মমতাকে আইনি নোটিশ বিবেকের

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল থেকে বিতর্কের শিরোনামে ‘দ্য কেরালা স্টোরি’। সোমবার নবান্নে বৈঠক থেকে এই ছবি বাংলায় নিষিদ্ধ করায় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সুপ্রিমোর এই সিদ্ধান্ত কিছু মানুষ সমর্থন করলেও রাজ্য তথা দেশের বিভিন্ন মহল থেকে এই নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। সেই নিয়েই যখন উত্তপ্ত গোটা বঙ্গ, এরই মাঝে আরও এক বিতর্কিত ছবি নিয়ে মন্তব্য করার জেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ (Legal Notice) ধরালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Director Vivek Agnihotri)।

পরিচালক বিবেকের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। আর এই নিয়েই এবার সটান বাংলার মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ ধরালেন বিবেক অগ্নিহোত্রী। মঙ্গলবার নিজেই একটি টুইট করে এই বিষয়টি প্রকাশ্যে এনেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক।

টুইটে ঠিক কী বলেছেন বিবেক অগ্নিহোত্রী? তিনি বলেন, ‘আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠিয়েছি। তার মিথ্যে ও অসম্মানজনক মন্তব্যের জন্য এই আইনি নোটিশ দেওয়া হয়েছে। উদ্দেশ্য নিয়ে আমাদের ছবি ও আমাদের বদনাম করার জন্য তিনি এই মন্তব্য করেছেন।’

প্রসঙ্গত, গতকাল নবান্ন থেকে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে কথা বলতে গিয়ে কাশ্মীর ফাইলস প্রসঙ্গ উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। মুখ্যমন্ত্রী বলেন, ‘দ্য কাশ্মীর ফাইলস কী? এতে কিছু মানুষকে অসম্মান করা হয়েছে। দ্য কেরালা স্টোরি কী? সেটাও বিকৃত করা হয়েছে। বিকৃত করা বিষয়কে বিজেপি কেরালা স্টোরির মধ্যে দিয়ে দেখাচ্ছে।’

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কয়েকদিন আগে বিজেপির টাকায় কয়েকজন তারকা বাংলায় এসেছিলেন। তারা বেঙ্গল ফাইলস বানানোর প্রস্ততি নিচ্ছেন।’ মুখ্যমন্ত্রীর এসব এসব মন্তব্যের জেরেই ছবির প্রয়োজক অভিষেক আগরওয়াল, পল্লবী যোশীর সঙ্গে সম্মিলিতভাবে মমতাকে আইনি নোটিস দিয়েছেন বিবেক অগ্নিহোত্রী। অন্যদিকে, ‘আইনি নোটিশের জবাব আইনি পথেই দেওযা হবে’ বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর