বাংলাহান্ট ডেস্ক: বিতর্ক যেন পিছুই ছাড়ছে না ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) এর। কাশ্মীরি পণ্ডিতদের উপরে নির্যাতন, গণহত্যার মতো স্পর্শকাতর একটি বিষয় তথা সত্য ঘটনার উপরে ভিত্তি করে ছবি তৈরি করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ট্রেলার মুক্তি থেকে শুরু করে ছবির প্রচার পর্যন্ত পদে পদে বাধার মুখে পড়েছে এই শো। এবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর মুক্তিতেও স্থগিতাদেশ জারি করল জম্মু আদালত।
ছবিতে নাকি ইতিহাসের ভুল ব্যাখ্যা করা হয়েছে। স্কোয়াড্রন লিডার রবি খান্নার স্ত্রী শালিনী খান্না ছবির মুক্তি আটকানোর জন্য আইনি ব্যবস্থা নিয়েছেন। আজই মুক্তি পাওয়ার কথা ছিল দ্য কাশ্মীর ফাইলসের। কিন্তু মুক্তির ঠিক আগেই নতুন করে বাধার মুখে পড়ল এই ছবি।
গত ৪ ঠা মার্চ মুম্বইয়ে বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই শহিদ স্কোয়াড্রন লিডর রবি খান্নার স্ত্রী শালিনী ছবিটি দেখেছিলেন। তারপরেই এই সিদ্ধান্ত। জম্মু আদালতের তরফে জানানো হয়েছে, দ্য কাশ্মীর ফাইলসের ট্রেলার ও ছবিতে যে ঘটনাগুলি দেখানো হয়েছে সেগুলির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।
এই ছবিতে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। বিশেষ করে ১৯৯০ সালের ২৫ জানুয়ারি যে ঘটনায় স্কোয়াড্রন লিডার রবি খান্না শহিদ হয়েছিলেন, সেই ঘটনাটি ছবিতে ভুল ভাবে দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন শালিনী খান্না। ছবিতে যে দৃশ্যগুলি নিয়ে অভিযোগ উঠেছে সেগুলি অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেই মুক্তি পাবে ছবিটি।
শালিনী খান্না জানান, এর আগেও নিজের আপত্তি নিয়ে ছবি নির্মাতাদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। কিন্তু তাঁরা পাত্তা দেননি। তবে এখনো পর্যন্ত বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করেননি পরিচালক বিবেক অগ্নিহোত্রী। প্রসঙ্গত, দ্য কাশ্মীর ফাইলস ছবিটিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লব জোশীর মতো অভিনেতারা।