গাঙ্গুবাঈকে ছাপিয়ে ‘দ‍্য কাশ্মীর ফাইলস’এর জয়জয়কার, কলকাতার সিনেমাহল হাউজফুল

বাংলাহান্ট ডেস্ক: হাজারো বিতর্ক, হুমকির পরেও আটকানো গেল না ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) এর মুক্তি। কাশ্মীর পণ্ডিতদের দুর্দশা, গণহত‍্যার মতো নির্মম সত‍্য ঘটনা নিয়ে তৈরি এই ছবি মুক্তির দিন থেকেই উত্তেজনা বাড়িয়ে দিয়েছে দর্শক মহলে। প্রথম দুদিনেই চমকপ্রদ ব‍্যবসা করেছে দ‍্য কাশ্মীর ফাইলস। আর সবথেকে বড় ব‍্যাপার হল, উন্মাদনাটা শুধু উত্তর ভারতেই সীমাবদ্ধ নেই। বাংলাতেও কাশ্মীর ফাইলসের চাহিদা আকাশছোঁয়া।

জানা যাচ্ছে, বেশ কয়েকটি সিনেমা হলে নাকি টিকিট শেষ হয়ে গিয়েছে। হাউজফুল বোর্ড বসেছে হলের বাইরে। সোশ‍্যাল মিডিয়া থেকে খবর, শহরের বেশ কয়েকটি নামীদামী মাল্টিপ্লেক্সে অনলাইনে দ‍্য কাশ্মীর ফাইলসের টিকিট পাওয়া যায়নি। অনেকে আবার শনিবার সন্ধ‍্যায় শো হাউজফুল দেখে ফিরে এসেছেন। রবিবারেও নাকি অনলাইনে সম্পূর্ণ টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

IMG 20220313 113823
সব মিলিয়ে বিতর্ক যে দ‍্য কাশ্মীর ফাইলসের ব‍্যবসায় এতটুকুও প্রভাব ফেলতে পারেনি তা তো স্পষ্টই। উপরন্তু শাপে বর হয়েছে। কলকাতার মানুষ ‘গাঙ্গুবাঈ’য়ের উন্মাদনা, প্রভাসের ‘রাধে শ‍্যাম’, হলিউডের ‘ব‍্যাট‍ম‍্যান’ ভুলে মজেছে কাশ্মীর ফাইলসের সত‍্য কাহিনিতে।

অবিশ্বাস‍্য রকমের ওপেনিং হয়েছে এই হিন্দি ছবির। দক্ষিণী ছবির বাড়বাড়ন্ত এবং মূলধারার হিন্দি ছবির মাঝে কাশ্মীর ফাইলস কতটা কী ব‍্যবসা করতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল ফিল্ম বিশেষজ্ঞদের। কিন্তু প্রথম দিন থেকেই দর্শকদের প্রভূত ভালবাসা পেয়েছে ছবিটি। মুক্তির দিনে মোট ৩.৫৫ কোটি টাকার ব‍্যবসা করেছে এই ছবি।

শনিবার আরো ৭ কোটি টাকা কামিয়েছে কাশ্মীর ফাইলস। সব মিলিয়ে ছবির এখনো পর্যন্ত মোট সংগ্রহ প্রায় সাড়ে দশ কোটি টাকা। উল্লেখ‍্য, করোনা পরবর্তী সময়ে এত বড় ওপেনিং খুব কম ছবির ক্ষেত্রেই দেখা গিয়েছে। উপরন্তু বক্স অফিসে অন‍্যান‍্য বিগ বাজেট বলিউডি ছবির সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে চলেছে বিবেক অগ্নিহোত্রীর ছবি।

Niranjana Nag

সম্পর্কিত খবর