ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম বার, অস্কারে শর্টলিস্ট হওয়ার পর ফের মুক্তি পাচ্ছে দ্য কাশ্মীর ফাইলস

বাংলাহান্ট ডেস্ক: বিগত দু তিন বছর ধরে বলিউড (Bollywood) যেন উলটো পথে চলেছে। যা ঘটছে সবই যেন ব্যতিক্রমী। হিন্দি ইন্ডাস্ট্রিকে আগে কেউ এমন পরিস্থিতিতে দেখেনি। ঘন ঘন বয়কটের ডাক উঠছে বলিউডের বিরুদ্ধে। বেশিরভাগ ছবিই ফ্লপ। তার মধ্যেই আশার আলো দেখিয়েছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। কেউ যখন বাজি ধরেইনি এই ছবির উপরে, তখন কাশ্মীর ফাইলসই কিন্তু কামাল দেখিয়েছিল। এও এক রকম ব্যতিক্রম বটে।

সদ্য অস্কার ২০২৩ এর জন্য শর্টলিস্টেড হয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিটি। শুভেচ্ছার জোয়ারে ভাসছে ছবির গোটা টিম। তার মাঝেই আরো এক বড় ঘোষনা করলেন বিবেক অগ্নিহোত্রী। এক বছর পর আবারো প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দ্য কাশ্মীর ফাইলস।

Vivek agnihotri kashmir files

একটি টুইটে বিবেক লিখেছেন, ‘আগামী ১৯ জানুয়ারি, কাশ্মীরি হিন্দু গণহত্যা দিবসে আবারো মুক্তি পেতে চলেছে দ্য কাশ্মীর ফাইলস। এটাই প্রথম বার যখন এক বছরের মধ্যে কোনো ছবি দুবার করে মুক্তি পাচ্ছে। বড়পর্দায় যদি ছবিটি না দেখে থাকেন, তাহলে এখনি টিকিট বুক করুন’।

প্রসঙ্গত, এ বছরে ৩০১ টি ছবির মধ্যে থেকে ৫ টি ছবি শর্টলিস্ট করেছে দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। দ্য কাশ্মীর ফাইলস সহ আরো কিছু হিন্দি ছবি শর্টলিস্ট হল অস্কারের জন্য। একটি টুইট করে বিবেক লিখেছিলেন, ‘বড় ঘোষনা! অস্কার ২০২৩ এর প্রথম তালিকায় শর্টলিস্ট হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। পাঁচটি ভারতীয় ছবির মধ্যে এটি অন্যতম। সব ছবিকে জানাই শুভ কামনা। ভারতীয় সিনেমার জন্য এটা একটা দারুন বছর’।

https://twitter.com/vivekagnihotri/status/1615562313532313602?s=20&t=xrqjCDGf-fVmg53MkuVlAw

অপর একটি টুইটে বিবেক আরো জানিয়েছিলেন, মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার সকলেই ‘সেরা অভিনেতা’ বিভাগের জন্য শর্টলিস্টেড হয়েছেন। জানা গিয়েছে, যে ছবিগুলির মনোনয়নের জন্য ভাবনা চিন্তা করার অবকাশ রয়েছে, সেই ছবিগুলিই নাকি স্থান পেয়েছে এই লিস্টে। দ্য কাশ্মীর ফাইলস ছাড়াও তালিকায় নাম উঠেছে কান্তারা, আর আর আর এবং গাঙ্গুবাই কাঠিয়াবাদি ছবির।


Niranjana Nag

সম্পর্কিত খবর