ধারেকাছে নেই দক্ষিণ ইন্ডাস্ট্রি বা হলিউড, দ্বিতীয় দিনেও বক্স অফিসে রাজ ‘দ‍্য কাশ্মীর ফাইলস’এর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বহু কাঠখড় পোড়ানোর পর মুক্তি পেয়েছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। কাশ্মীরি পণ্ডিতদের উপরে অকথ‍্য অত‍্যাচারের সত‍্যি ইতিহাস তুলে ধরা হয়েছে ছবিতে। মুক্তির আগে একের পর এক বাধার মুখে পড়েছিল ছবিটি। কিন্তু রোখা যায়নি কাশ্মীর ফাইলসকে। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে গত ১১ মার্চ মুক্তি পেয়েছে দ‍্য কাশ্মীর ফাইলস।

প্রথম দিনেই গতি ধরে ফেলেছে ছবিটি। অবিশ্বাস‍্য রকমের ওপেনিং হয়েছে এই হিন্দি ছবির। দক্ষিণী ছবির বাড়বাড়ন্ত এবং মূলধারার হিন্দি ছবির মাঝে কাশ্মীর ফাইলস কতটা কী ব‍্যবসা করতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল ফিল্ম বিশেষজ্ঞদের। কিন্তু প্রথম দিন থেকেই দর্শকদের প্রভূত ভালবাসা পেয়েছে ছবিটি। মুক্তির দিনে মোট ৩.৫৫ কোটি টাকার ব‍্যবসা করেছে এই ছবি।

শনিবার আরো ৭ কোটি টাকা কামিয়েছে কাশ্মীর ফাইলস। সব মিলিয়ে ছবির এখনো পর্যন্ত মোট সংগ্রহ প্রায় সাড়ে দশ কোটি টাকা। উল্লেখ‍্য, করোনা পরবর্তী সময়ে এত বড় ওপেনিং খুব কম ছবির ক্ষেত্রেই দেখা গিয়েছে। উপরন্তু বক্স অফিসে অন‍্যান‍্য বিগ বাজেট বলিউডি ছবির সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে চলেছে বিবেক অগ্নিহোত্রীর ছবি। তথাকথিত মূলধারার ছবি না হলেও দর্শক এখনো পর্যন্ত যে পরিমাণ ভালবাসা দিয়েছে ছবিটিকে তা সত‍্যিই অকল্পনীয়।

প্রথমে ৭০০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল দ‍্য কাশ্মীর ফাইলস। কিন্তু প্রথম দুদিনে অভূতপূর্ব পারফরম‍্যান্স দেখে হল মালিকরাই উদ‍্যোগী হয়ে শোয়ের সংখ‍্যা বাড়াচ্ছে। এভাবেই চলতে থাকলে বলিউডের অন‍্যান‍্য বড় বাজেট ওয়ালা ছবিকে টপকে যেতে বেশি সময় লাগবে না দ‍্য কাশ্মীর ফাইলসের। ইতিমধ‍্যেই দক্ষিণের রাধে শ‍্যাম, বলিউডের গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি ও হলিউডের ব‍্যাটম‍্যানকে ছাপিয়ে গিয়েছে এই ছবি।


সম্প্রতি পরিচালক বিবেক অগ্নিহোত্রী সহ ছবির টিম সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। প্রধানমন্ত্রী নিজে প্রশংসা করেন এই ছবির। সোশ‍্যাল মিডিয়ায় সাক্ষাতের ছবি ছড়িয়ে পড়তেই যেন উচ্ছ্বাসের বান ডেকেছে। নেটিজেনরা বলছেন, এটাই এই ছবির সবথেকে ভাল প্রচার।

উল্লেখ‍্য, ছবির প্রচারকে কেন্দ্র করে বিবাদে জড়িয়েছিলেন কৌতুক অভিনেতা কপিল শর্মা। বিতর্ক থেকে পিঠ বাঁচানোর জন‍্য ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ এর টিমকে নিজের শোতে ডাকতে অস্বীকার করেন তিনি। অজুহাত দেওয়া হয়, ছবিতে নাকি কোনো ‘বড় বাণিজ‍্যিক তারকা’ নেই! যদিও পরে আত্মপক্ষ সমর্থন করে সাফাই দেন কপিল।

সম্পর্কিত খবর

X