বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files) এক অনন্য মাইলফলক। প্রায় এক মাস ধরে টানা সংবাদ শিরোনামে রয়েছে এই ছবি। তথাকথিত কোনো তারকা নেই এই ছবিতে। তবুও মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমারদের যে পরিমাণ ভালবাসা দিয়েছে দর্শকরা তা সত্যিই অবাক করে দেওয়ার মতো।
তবে ছবিটি নিয়ে যেমন প্রচুর প্রশংসা হয়েছে, তেমনি অনেকে দাবি করেছিলেন কাশ্মীর ফাইলস হিন্দু ও মুসলিমদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করবে। অভিনেতা নানা পাটেকর দাবি করেছিলেন, এই ছবি সমাজকে দুটো টুকরো করে দেবে। এবার নিন্দুকদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন কাশ্মীর ফাইলস পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
যারা এই ছবিকে মুসলিম বিদ্বেষী বলে কটাক্ষ করেছিলেন তাদের জন্য এবার নতুন খবর দিলেন বিবেক। চার সপ্তাহ ধরে অনেক আলোচনা পর্যালোচনার পর অবশেষে মুসলিম অধ্যুষিত দেশে মুক্তি পেতে চলেছে দ্য কাশ্মীর ফাইলস।
প্রথমে সংযুক্ত আরব আমিরশাহীতে মুক্তি পাবে এই ছবি। তারপর আগামী ৭ এপ্রিল সিঙ্গাপুরেও মুক্তি পেতে চলেছে দ্য কাশ্মীর ফাইলস। সবথেকে বড় ব্যাপার, ছবির একটি অংশও বাদ পড়েনি।
প্রসঙ্গত, দু সপ্তাহের মধ্যে ২৫০ কোটি টাকার কাছাকাছি তুলে ফেলেছে দ্য কাশ্মীর ফাইলস। কাশ্মীরি পণ্ডিতদের উপরে নৃশংস অত্যাচার এবং গণহত্যার নির্মম সত্য উঠে এসেছে ছবিতে। যদিও ছবিতে দেখানো ইতিহাস কতটা সত্যি ও অবিকৃত তা নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক হয়েছে। ‘আর আর আর’ এর মতো কড়া প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও রোখা যাচ্ছে না কাশ্মীর ফাইলসকে।
যদিও দ্য কাশ্মীর ফাইলসের এই জনপ্রিয়তার আভাস প্রথমে কেউই পাননি। একটা ছবি ট্র্যাজেডি, মৃত্যু আর কান্নার গল্পের উপরে ভিত্তি করে। সেটা এত সফল হতে পারে, সেটা কেউই ভাবেনি। ধীরে ধীরে কয়েকজন বলিউড তারকা ছবিটা নিয়ে মুখ খুললেও এখনো অনেকেই প্রকাশ্যে কাশ্মীর ফাইলস নিয়ে কথা বলতে রাজি নন।