শ্রমিকদের ফের একবার ৫০০০ টাকা দিতে চলেছে কেজরিওয়াল সরকার, জেনে নিন কিভাবে পাবেন এই টাকা

বাংলাহান্ট ডেস্কঃ ফের একবার ৫০০০ শ্রমিকদের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির ( delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ( arvind kejriwal)  । লকডাউনে শ্রমিকদের অভাব দূর করতে এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। আগামীকাল ১৫ মে থেকে শুরু ফর্ম পূরণ। ফর্ম পূরণ করতে হবে অনলাইনে।

Arvind Kejriwal 696x392 1

রেজিষ্ট্রেশন প্রক্রিয়া

দিল্লি সরকারের জারি করা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিষ্ট্রেশন বা নিবন্ধন করতে হবে। শ্রমিকেরা নিজেরা বা অন্য কারো সাহায্য নিয়ে এই নিবন্ধন করতে পারেন। নিবন্ধনের সময় প্রয়োজনীয় নথির নকল আপলোড করতে হবে। আগামীকাল ১৫ মে থেকে ২৫ মে পর্যন্ত চলবে নিবন্ধন প্রক্রিয়া।

নথি জমা

যারা নিবন্ধন করবেন তাঁদেরকে একবার শংসাপত্রের ( সার্টিফিকেট) আসল কপি শ্রম বিভাগের অফিসে আনতে হবে। যে কোনও জায়গা থেকে এটি প্রিন্ট করিয়ে নেওয়া যেতে পারে।

কারা কারা পাবেন এই সুবিধা

দিল্লি সরকার জানিয়েছে যে, দিল্লিতে বিভিন্ন নির্মাণ কার্যে নিযুক্ত ফিটম্যান, ওয়েল্ডার, কুলি সহ সমস্ত শ্রমিকরা এই সুবিধা পাবেন

প্রসঙ্গত, শ্রমিকদের অভাব মেটানোর কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হলেও গত মাসে সমস্ত শ্রমিক এই যোজনায় ফর্ম ফিল আপ করতে পারেন নি।,


সম্পর্কিত খবর