UAE থেকে আগত কোরান এবং খেজুর গ্রহণ করেছে কেরল সরকার, দায়ের হল মামলা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের (UAE) পক্ষ থেকে আগত কোরান এবং খেজুরের প্যাকেট নিয়ে বিপাকে কেরল সরকার পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। UAE থেকে পাঠানো এই প্যাকেট গুলি গ্রহণ করায় কেরল সরকারের বিরুদ্ধে শুল্ক বিভাগ দুটি মামলা দায়ের করেছে।

UAE থেকে আগত জিনিস ব্যবহার করছে কেরল সরকার
অভিযোগ উঠেছে, ২০১৭ সালে সংযুক্ত আরব আমিরাতের কনস্যুলেট কর্মকর্তাদের দ্বারা তিরুবনন্তপুরমে রাজ্য সরকার নিজের ব্যক্তিগত প্রয়োজনে ১৮০০০ কেজি খেজুর আমদানি করেছেন। একইভাবে ২০২০ সালে UAE থেকে পাঠানো কোরানও সরকারের আধিকারিকরা গ্রহণ করেছে।

লঙ্ঘন করেছে আইন
পাশাপাশি বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিদের নামও প্রকাশ্যে এসেছে, যারা আইন লঙ্ঘন করেছেন। আধিকারিকরা জানিয়েছেন, শুল্ক আইন লঙ্ঘনের এগুলি স্পষ্ট উদাহরণ। কারণ রাজ্য সরকার, কূটনৈতিকবিদরা তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য আনা পণ্যকে গ্রহণ করেছিল।

দায়ের হয়েছে মামলা
আধিকারিকরা আরও জানিয়েছেন, বিদেশী সরকারের কাছ থেকে কিছু গ্রহণ করতে রাজ্য সরকারদের স্পষ্ট ভাষায় নিষেধ করা হয়েছে। একথা খুব ভালো ভাবেই জানে রাজ্য সরকাররা। তারপরও, UAE কর্তারা নিজেদের ব্যক্তিগত ব্যবহারের জন্য কিছু জিনিস আমদানি করায় রাজ্য সরকার তা নিজেদের মধ্যে বিতরণ করে নেয়। শুল্ক আইন, মানি লন্ডারিং আইন এবং বিদেশী অবদান রেগুলেশন আইনের ভিত্তিতে আইন লঙ্ঘনের কারণে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত খবর

X