বাংলাহান্ট ডেস্ক: বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি আদালতেও বড় জয় হাসিল করছে দ্য কেরালা স্টোরি (The Kerala Story)। পশ্চিমবঙ্গে ছবিটি নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে বড় জয় পেয়েছে নির্মাতারা। প্রেক্ষাগৃহে এখনো ছবিটি দেখতে উপচে পড়া ভিড়, তবে বিতর্ক কিন্তু পিছু ছাড়ছে না দ্য কেরালা স্টোরির। এমনকি অভিনেত্রীরাও পড়ছেন সমালোচনার মুখে।
সম্প্রতি সমালোচনা, হুমকি মেসেজ পাওয়ার কথা স্বীকার করে চাঞ্চল্য তৈরি করেছেন অভিনেত্রী সোনিয়া বালানি। দ্য কেরালা স্টোরি ছবিতে ‘আসিফা’র চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিতে দেখানো হয়েছে, এই আসিফাই গোপনে আইসিস এর সঙ্গে কাজ করে এবং পরিকল্পনা করে মগজধোলাই করে তার হিন্দু সহপাঠীদের যাতে তারা ইসলামে ধর্মান্তরিত হয়।
সম্প্রতি সোনিয়া সংবাদ মাধ্যমের কাছে জানান, ক্রমাগত অশ্লীল মেসেজ আসছে তাঁর কাছে। কারণ চরিত্রের প্রয়োজনে হিন্দু দেবদেবীদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন তিনি। সোনিয়া বলেন, তিনি বুঝতে পারছেন যে একাংশ খুবই ক্ষুব্ধ বিষয়টা নিয়ে। কিন্তু তারা যদি এটা উপলব্ধি করতে পারে যে এটা সত্য ঘটনা আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরি করার জন্য ছবিটি বানানো হয়েছে, তাহলে হয়তো তারা ইতিবাচক দিকটা ধরতে পারবেন।
সোনিয়া জানান, পরিচালক সুদীপ্ত সেন বিগত সাত বছর ধরে এই বিষয়টা নিয়ে চর্চা, পড়াশোনা করে আসছেন। তিনি কিছু ছবি, ভিডিও তাঁদের দেখিয়েছিলেন। সেগুলো দেখে এতটাই মনে প্রভাব পড়েছিল সোনিয়ার যে তিনি ছবিটি করতে রাজি হয়ে যান।
বাড়ি থেকে দূরে কোথাও পড়তে গিয়ে এমন ভয়ঙ্কর সন্ত্রাসবাদী সংগঠনের কবলে পড়তে পারে যে কেউ, বিষয়টা ভেবেই শিউরে উঠেছিলেন সোনিয়া। তাঁর কথায়, চিত্রনাট্য পড়ে তিনি কথা বলার মতো অবস্থায় ছিলেন না। হতভাগ্য মেয়েগুলোর গল্প বলে আরো বড় উদ্দেশ্য সাধন করা সম্ভব এই ছবি দিয়ে। অন্তত একজন মেয়েকেও যদি মগজধোলাইয়ের হাত থেকে বাঁচানো যায় সেটাই অনেক বলে মন্তব্য করেন সোনিয়া।