বাংলাহান্ট ডেস্ক : ছবিকে ঘিরে বিতর্ক ছিল প্রথম দিনের সঙ্গী। দর্শক মহলে এই ছবি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু বক্স অফিসে নিজের ঝোড়ো ব্যাটিং চালিয়েছে দ্য কেরালা স্টোরি (The Kerala Story)। এই ছবিকে ঘিরে যতই জল্পনা-কল্পনা হোক না কেন বক্স অফিসে কিন্তু এই ছবির জয়ের ধারা অব্যাহত রয়েছে।
তৃতীয় সপ্তাহের শনি ও রবিবার ঠিক কত টাকার ব্যবসা করেছে দ্য কেরালা স্টোরি? সমালোচকদের কী মত এই বিষয়? সুদীপ্ত সেন (Sudipta Sen) পরিচালিত ও বিপুল শাহ প্রযোজিত এই ছবি গল্প মূলত ধর্মান্তকরণ ও তিন মহিলাকে জোর করে সন্ত্রাসবাদি সংস্থায় জড়িয়ে দেওয়াকে নিয়ে। এই ছবিকে অনেকেই ‘প্রোপাগান্ডা’ ফিল্মও বলেছেন।
কিন্তু বিতর্ককে সঙ্গী করেই তৃতীয় সপ্তাহে দ্য কেরালা স্টোরি ১৯৮ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এই ছবিটি বড় পর্দায় মুক্তি পায় ৫ই মে। ১৬ই মের মধ্যে এই ছবি উপার্জন করে ১৫০ কোটি টাকা। খুব শীঘ্রই এই ছবি প্রবেশ করতে চলেছে ২০০ কোটি টাকার ক্লাবে। একটি হিসাব থেকে জানা গেছে গত ২১শে মে অর্থাৎ রবিবার উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে এই ছবি আয়।
প্রসঙ্গত এই ছবির বেশি আয় মূলত হচ্ছে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ বাদে বাকি জায়গাগুলি থেকে। সুপ্রিম কোর্টের রায়ের পরেও কলকাতার বহু জায়গায় চালাতে দেওয়া হচ্ছে না দ্য কেরালা স্টোরি। কলকাতায় এসে এই নিয়ে প্রশ্নও তুলেছেন ছবি নির্মাতারা। এক নজরে দেখে নেওয়া যাক প্রথম ১৬ দিনে ভারতের বাজারে দ্য কেরালা স্টোরির আয়:
প্রথম দিন – ৬.৭৫ কোটি টাকা
দ্বিতীয় দিন – ১১ কোটি টাকা
তৃতীয় দিন – ১৬ কোটি টাকা
চতুর্থ দিন – ১০.২৫ কোটি টাকা
পঞ্চম দিন – ১১ কোটি টাকা
ষষ্ঠ দিন – ১১.৭৫ কোটি টাকা
সপ্তম দিন – ১১.৫০ কোটি টাকা
অষ্টম দিন – ১১.৫০ কোটি টাকা
নবম দিন – ১৮.৭৫ কোটি টাকা
দশম দিন – ২২.৭৫ কোটি টাকা
একাদশ দিন – ৯.৭৫ কোটি টাকা
দ্বাদশ দিন – ৮.২৫ কোটি টাকা
ত্রয়োদশ দিন – ৭ কোটি টাকা
চতুর্দশ দিন – ৬ কোটি টাকা
পঞ্চদশ দিন – ৫.৭৫ কোটি টাকা
ষোড়শ দিন – ৯ কোটি টাকা