বিতর্ককে পিছনে ফেলে বাজিমাত দ্যা কেরালা স্টোরির! ৭ দিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ

বাংলাহান্ট ডেস্ক : বিতর্ক ছিল শুরু থেকেই। কিন্তু সেই বিতর্ককে পিছনে ফেলে বক্স অফিসে রমরমিয়ে চলছে দ্যা কেরালা স্টোরি। এক সপ্তাহের মধ্যে এই ছবি প্রবেশ করল ১০০ কোটির ক্লাবে। গত এক সপ্তাহে প্রতিদিন এই ছবির ব্যবসা ক্রমশ উর্ধ্বমুখী। বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত দ্যা কেরালা স্টোরি (The Kerala Story) প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ৯৬ কোটি টাকা ব্যবসা করেছিল।

সিনে বিশেষজ্ঞরা জানাচ্ছেন শুক্রবারের মধ্যেই এই ছবি ১০০ কোটির গন্ডি পার করবে। দ্বিতীয় সপ্তাহে ছবিটি নিজের জয়ের ধারা অব্যাহত রাখবে বলে আশা বিশেষজ্ঞদের। ১২.৫ কোটি টাকা বৃহস্পতিবার আয় করেছে দ্যা কেরালা স্টোরি। বিশেষজ্ঞরা বলছেন, প্রথম সাতদিন পর এই ছবির নেট ব্যবসা বেশ ভালো। প্রায় ৮১.৩৬ কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে ছবির ব্যবসা।

বিশ্বব্যাপী এই ছবি ইতিমধ্যেই ৯৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আর আগামী সপ্তাহে বড় কোনও ছবি রিলিজ হওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আগামী সপ্তাহে এই ছবি আরো ভাল ব্যবসা করতে পারে বলে আশা বিশেষজ্ঞদের। সম্ভবত ২০০ কোটির ক্লাবেও ঢুকে পড়তে পারে এই ছবি। জানা গিয়েছে দ্য কেরালা স্টোরির বাজেট চল্লিশ কোটি টাকা।

সেক্ষেত্রে এত কম সময় এই বিপুল পরিমাণ উপার্জন নিঃসন্দেহে ছবিটির সফলতাকে নির্দেশ করছে।সপ্তাহে কাজের দিনেও এই ছবির আয় রীতিমত চোখে পড়ার মতো। দ্য কেরালা স্টোরির মতো কাশ্মীর ফাইলস একটি বিতর্কিত ছবি ছিল। সেই ছবিটিও বেশ ভালো ব্যবসা করে প্রথম সপ্তাহগুলিতে। কাশ্মীর ফাইলস এর ব্যবসা ছিল ৩৪১ কোটি টাকা মতো। সেক্ষেত্রে দ্যা কেরালা স্টোরির সেই উচ্চতায় পৌঁছতে আরো কিছুটা সময় লাগবে।

thekeralastory d (1)

অদা শর্মা, যোগিতা বিহানি, সিদ্ধি ইদনানি এবং সোনিয়া বালানি অভিনীত দ্যা কেরালা স্টোরিকে নিয়ে প্রথম থেকেই তুঙ্গে ছিল বিতর্ক। সাম্প্রতিক সময় প্রায় ৩২ হাজার মহিলার জোরপূর্বক ধর্ম পরিবর্তন করা হয়েছে। এই বিষয়টি নিয়ে যদিও বিতর্ক করেছেন বহু মানুষ। মুখ্যমন্ত্রী নির্দেশে এই ছবিটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হয়েছে। অপরদিকে বিজেপি শাসিত উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর