মাত্র পাঁচ দিনেই ৫০ কোটি! আমিরের ‘লাল সিং’ এর সম্পূর্ণ কালেকশনকে ছাপিয়ে গেল কেরালা স্টোরি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কারোর পৌষমাস তো কারোর সর্বনাশ। বলিউডের হাল এখন অনেকটা এমনই। একময়কার সুপারস্টাররা আর পাত্তা পাচ্ছে না বক্স অফিসে। কোটি কোটি টাকা দিয়ে ছবি বানিয়েও দর্শক শূন্য হল মাছি তাড়াচ্ছে। অন্যদিকে বড় তারকা, বড় বাজেট ছাড়া ছবি কাঁপাচ্ছে বক্স অফিস। আমির খান (Aamir Khan), সলমন খান দুই তাবড় তারকাই ল্যাজে গোবরে হয়ে মুখ লুকিয়ে পালিয়েছেন। দ্য কেরালা স্টোরির (The Kerala Story) মাত্র কয়েক দিনের কালেকশন দেখেই চোখ কপালে কেউকেটাদের।

গত শুক্রবার মুক্তি পেয়েছে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’। সন্ত্রাস, লভ জিহাদের শিকার ৩২ হাজার মেয়ের শিহরণ জাগানো সত্য ঘটনা নিয়ে তৈরি ছবিটি মুক্তির পর থেকেই বিভিন্ন রাজ্যে বিতর্কের সৃষ্টি করছে। ইতিমধ্যে বাংলায় নিষিদ্ধ করা হয়েছে দ্য কেরালা স্টোরি। কিন্তু ছবির ব্যবসায় কোনো প্রভাবই পড়েনি তার।

kerala story

গত রবিবার সবথেকে বেশি ব্যবসা করেছিল দ্য কেরালা স্টোরি। একদিনেই ১৬.৫০ কোটি টাকা তুলে ফেলেছিল ছবিটি। পরের দিন অর্থাৎ সোমবার ছবির ঝুলিতে ওঠে প্রায় ১০.৫০ কোটি। চার দিনেই আনুমানিক ৪৫.৭৫ কোটি টাকার ব্যবসা করে দ্য কেরালা স্টোরি। তবে ট্রেড অ্যানালিস্টদের মতে, ৯ মে অর্থাৎ মঙ্গলবারের ব্যবসার অঙ্কটা প্রকাশ্যে আসলেই এই ছবি ছুঁয়ে ফেলবে ৫০ কোটির মাইলফলকের গণ্ডি।

এবার আসা যাক লাল সিং চাড্ডা এবং কিসি কা ভাই কিসি কি জান ছবি দুটির বক্স অফিস কালেকশনে। গত বছর অগাস্ট মাসে মুক্তিপ্রাপ্ত আমির খান, করিনা কাপুর খান অভিনীত লাল সিং চাড্ডার মোট কালেকশন ছিল মোটে ৫৫ কোটি টাকা। ছবির বিরাট বাজেটের কয়েক শতাংশও উঠে আসেনি ছবির সংগ্রহ থেকে। উপরন্তু ৪৫ কোটি টাকা ব্যবসা করতে না করতেই ছবিটিকে এক রকম ছুড়ে ফেলে দিয়েছিল দর্শকরা। সেখানে মাত্র চার দিনেই লাল সিং চাড্ডাকে ছাপিয়ে গিয়েছে দর কেরালা স্টোরি।

অন্যদিকে কিসি কা ভাই কিসি কি জান ছবির ব্যবসায় ফিরলে ১৮ দিনে ১১০ কোটি তুলতে পেরেছে এই ছবি। কিন্তু তারপরেই এক দিনের কালেকশন কোটি থেকে নেমে এসেছে লাখে। সুতরাং বোঝাই যাচ্ছে, দ্য কেরালা স্টোরির কাছে টিকতে পারেননি ভাইজানও।

সম্পর্কিত খবর

X