বাংলাহান্ট ডেস্ক: ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) নিয়ে বিতর্ক তুঙ্গে। বাংলায় ছবিটি নিষিদ্ধ করা নিয়েও চলছে রাজনৈতিক এবং আইনি জলঘোলা। সুপ্রিম কোর্টের নোটিসে ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্তের কারণ দেখিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে হিংসার পরিবেশ এড়াতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় সরকারের তরফে। এর মাঝেই দ্য কেরালা ফাইলস এর সম্ভাব্য সিক্যুয়েল নিয়ে চর্চা তুঙ্গে।
বিষয়টা রটনা নাকি ঘটনা? উত্তর জানতে সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয় পরিচালক সুদীপ্ত সেনের (Sudipto Sen) সঙ্গে। তিনি অবশ্য বলেন, সিক্যুয়েল নিয়ে এখনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আলোচনায় বসলে অনেক রকম বিষয়ই মাথায় আসে। তবে সিক্যুয়েল নিয়ে এখনি সেভাবে কিছু ভাবা হয়নি বলেই জানান তিনি।
দু সপ্তাহ হতে চলল মুক্তি পেয়েছে দ্য কেরালা স্টোরি। বক্স অফিসে আয়ের অঙ্ক ছুঁয়েছে ১৫০ কোটি। কিন্তু পরিচালকের বক্তব্য, যতজনকে ছবিটি তিনি দেখাবেন ভেবেছিলেন তার ৫ শতাংশও এখনো দেখে উঠতে পারেনি। সুদীপ্ত সেন স্পষ্টই বলেন, তিনি চান আগে এই ছবিটাই মানুষ ভাল ভাবে দেখুক। নতুন ছবির কথা বা সিক্যুয়েলের কথা পরে ভাবা যাবে বলে মন্তব্য করেন পরিচালক।
কথা ওঠে ছবি প্রদর্শনীতে নিষেধাজ্ঞা নিয়েও। বাংলায় ছবিটি দেখানোয় নিষেধাজ্ঞা থাকলেও তামিলনাড়ুতে এমন কোনো সরকারি নিষেধাজ্ঞা নেই। তবুও সেই রাজ্যে কোনো প্রেক্ষাগৃহেই দেখানো হচ্ছে না দ্য কেরালা স্টোরি। এ বিষয়ে পরিচালক বলেন, ওখানে গুণ্ডারাজ চলে। এখনো ছবি প্রদর্শন শুরুই হয়নি।
অন্যদিকে বাংলায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে ছবিটি প্রদর্শনে। পরিচালক সুদীপ্ত সেন এদিন বলেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চান। কিন্তু এখনো তা হয়ে ওঠেনি। তবে তিনি মুখ্যমন্ত্রীকে ছবিটি দেখার অনুরোধ জানিয়েছিলেন। সেই সঙ্গে বাংলা নিয়েও তাঁর পরিকল্পনা জানান পরিচালক। তিনি বলেন, বাংলায় ছবি করতে চান তিনি, বাংলার গল্প বলতে চান। তবে তিনি যে ধরণের ছবি তৈরি করেন তা বাংলায় বানাতে একটু লজিস্টিক সমস্যা রয়েছে বলে জানান পরিচালক।