পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হল ‘দ্য কেরালা স্টোরি’! ‘ছবি তৈরি হয়েছে বিকৃত তথ্য দিয়ে’, দাবি মমতার

বাংলা হান্ট ডেস্ক : আশঙ্কাই সত্যি হল। ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) নিষিদ্ধ করল পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন থেকে এই ছবি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, বিকৃত তথ্য দিয়ে ছবি তৈরি হচ্ছে। এদিন ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files), ‘দ্য কেরালা স্টোরি’ — এই দুই ছবির নাম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন এই কাশ্মীর ফাইলস, একটা অংশকে ছোট করার জন্য। কেরালা ফাইলস কেন? আমি সিপিএমের (Communist Party of India) লোকজনকে সমর্থন করি না। আমি মানুষের কথা বলছি।’

এরপরই এই ছবি নিষিদ্ধ ঘোষণা করা হয়। নবান্নের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘রাজ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গে ‘ দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হল। এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে আশঙ্কা করে কলকাতা-সহ সব জেলাতে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হল। শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত।’

mamata banerjee

গত কয়েকদিন ধরে বারবার সোশাল মিডিয়ায় ঘুরে ফিরে এসেছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি দ্য কেরালা স্টোরির কথা। ৫ মে এই ছবি মুক্তি পাওয়া ইস্তক কোথাও পজিটিভ রিভিউ, কোথাও আবার তীব্র সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে এই ছবিকে। এত আলোচনা-সমালোচনাই হয়ত এই ছবিকে মাত্র ৩ দিনে ৩৫ কোটি টাকার ব্যবসা দিয়েছে।

তামিলনাড়ুতে ইতিমধ্যেই সিনেমাহলের মালিকরা অশান্তির আশঙ্কায় এই ছবির স্ক্রিনিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর জেরে সে রাজ্যে সিংহভাগ সিনেমা হলেই এই ছবি দেখানো বন্ধ। এবার সেই তালিকায় যুক্ত হল বাংলার নামও। যদিও তামিলনাড়ু সরকারের তরফে এই ছবির উপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে পশ্চিমবঙ্গ সরকার বিবৃতি নিয়ে এ ছবিকে বাংলার নিষিদ্ধ ঘোষণা করেছে।

আর এর জেরেই আতঙ্কে রয়েছেন বাংলার একাধিক হলমালিকরা। কলকাতার একাধিক মাল্টিপ্লেক্সে এই ছবির স্ক্রিনিং চলছে। এমনও প্রেক্ষাগৃহ রয়েছে যেখানে সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে ৭টি শো টাইম রয়েছে। নবান্নের এই ঘোষণার পর নিঃসন্দেহে বিপদে পড়ল তারা। এদিকে এই ছবি ব্যানিংয়ের খবর সামনে আসতেই দ্য কেরালা স্টোরির প্রযোজক বিপুল শাহ জানান, “এরকম কিছু হলে আমরা আইনি পথে হাঁটব। আইনের যত রাস্তা আছে সব পথে গিয়ে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।’


Sudipto

সম্পর্কিত খবর