কয়েকশো কোটি উড়িয়েও টিকতে পারলেন না সলমন, মাত্র ৯ দিনেই সেঞ্চুরি ‘দ্য কেরালা স্টোরি’র!

বাংলাহান্ট ডেস্ক: ‘পাঠান’ এর পর আবারো সুখের মুখ দেখছে বলিউড। সৌজন্যে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। আবারো ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর স্মৃতি মনে করিয়ে দিয়েছে এই ছবি। দুই ছবিতেই রয়েছে একাধিক মিল। দ্য কাশ্মীর ফাইলস এবং দ্য কেরালা স্টোরি দুই ছবিতেই তথাকথিত কোনো সুপারস্টার নেই। দুটি ছবিই তৈরি হয়েছে কম বাজেটে। কিন্তু বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে দুটোই। এবার মাত্র ১০ দিনে সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’কে ছাপিয়ে গেল দ্য কেরালা স্টোরি।

মুক্তির পর প্রথম সপ্তাহেই ৮১.১৫ কোটি তুলে ফেলেছিল এই ছবি। দ্বিতীয় সপ্তাহেও যে ব্যবসার পরিমাণ কমেনি তা বোঝা গিয়েছে দ্বিতীয় শুক্রবারের বক্স অফিস কালেকশন দেখেই। মোট ১২.২৩ কোটি টাকার ব্যবসা করেছিল দ্য কেরালা স্টোরি। দ্বিতীয় শনিবার সেটা বেড়ে দাঁড়ায় ১৯.৫০ কোটি টাকায়। নয় দিনে ১০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে দ্য কেরালা স্টোরি। এখনো পর্যন্ত প্রায় ১১৩ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।

kerala story

এখনো পর্যন্ত এই ব্যবসার অঙ্ক নিয়ে ২০২৩ এর সবথেকে সফল হিন্দি ছবিগুলির মধ্যে তৃতীয় স্থান দখল করেছে দ্য কেরালা স্টোরি। প্রথম স্থানে রয়েছে শাহরুখ খানের ‘পাঠান’, দ্বিতীয় স্থানে রয়েছে রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরের ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। তবে গত বছর মুক্তিপ্রাপ্ত দ্য কাশ্মীর ফাইলস এর কালেকশনকে এখনো পেরোতে পারেনি দ্য কেরালা স্টোরি।

চলতি বছর মুক্তিপ্রাপ্ত অন্যান্য হিন্দি ছবিগুলির ব্যবসার হাল রীতিমতো শোচনীয়। ১০৭.৭১ কোটি টাকা তুলেছে কিসি কা ভাই কিসি কি জান। আদা শর্মার কাছে কার্যত হেরে ভূত হয়ে গিয়েছেন সলমন। এছাড়া অজয় দেবগণের ‘ভোলা’ তুলেছে ৮২.০৪ কোটি টাকা। কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’ও ফেল, উঠেছে ৩২.২০ কোটি টাকা। সবথেকে খারাপ হাল অক্ষয় কুমারের ‘সেলফি’র। মাত্র ১৬.৮৫ কোটি টাকা তুলতে পেরেছিল এই ছবি।

kerala story

আমিরের লাল সিং চাড্ডাকেও ছাপিয়ে গিয়েছে দ্য কেরালা স্টোরি। গত বছর অগাস্ট মাসে মুক্তিপ্রাপ্ত আমির খান, করিনা কাপুর খান অভিনীত লাল সিং চাড্ডার মোট কালেকশন ছিল মোটে ৫৫ কোটি টাকা। ছবির বিরাট বাজেটের কয়েক শতাংশও উঠে আসেনি ছবির সংগ্রহ থেকে। উপরন্তু ৪৫ কোটি টাকা ব্যবসা করতে না করতেই ছবিটিকে এক রকম ছুড়ে ফেলে দিয়েছিল দর্শকরা। সেখানে মাত্র চার দিনেই লাল সিং চাড্ডাকে ছাপিয়ে গিয়েছে দ্য কেরালা স্টোরি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর