বাংলা গান নিয়ে বাদশা করছে নোংরামি! অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় চর্চা

বাংলাহান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়া ( Social media) খুললেই র‍্যাপার বাদশার সঙ্গে পায়েল দেব এর গাওয়া ‘বড়োলোকের বিটি লো’ গানটি শুনে কান ঝালাপালা হওয়ার জোগাড়। গানের নাম দেওয়া হয়েছে ‘গেন্দা ফুল’। বাংলা গানের সঙ্গে পাঞ্জাবি ঢুকিয়ে নতুন করে গানটি কম্পোজ করা হয়েছে। গানের মিউজিক ভিডিয়োতে কোমর দোলাতে দেখা গিয়েছে  বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez) । আর বাদশা ও পায়েল দেবের গাওয়া এই গান নিয়েই সোশ্যাল মিডিয়ায় (social media) সমালোচনার ঝড়। বাংলা একটা বিখ্যাত গান নিয়ে নোংরামি করছে বাদশা

https://www.facebook.com/100009023537530/videos/2431761263801301/

 

 

 

https://www.facebook.com/arkadeep.nath/posts/2935428333203738

সমস্যা র‍্যাপার বাদশা ও পায়েল দেবের গান গাওয়া নিয়ে নয়, গানের মূল উৎসের কথা স্বীকার না করা নিয়ে। ইউটিউবে একটি ভালো করে খেয়াল করলেই দেখা যাবে গানের বিবরণীতে গানের কথায় (Lyrics) বাদশার নাম লেখা। কোথাও বহু পুরনো এবং জনপ্রিয় বাংলা গানের উৎসের কথা স্বীকার করা হয়নি। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই। অভিযোগ, এমন কালজয়ী গানের যিনি স্রষ্টা, সেই শিল্পী অনেকের অবহেলার মধ্যে বিস্মৃতই রয়ে গেলেন। আর তাঁর গান নিয়ে যা খুশি তাই করে ব্যবসা করে চলেছে অনেকে। অথচ সেই রতন কাহার তাঁর প্রকৃত সম্মান পেলেন না।

https://www.facebook.com/rita.dhawa.7/posts/2557510997855090

কেউ লিখেছেন লিখেছেন বাংলা লোকসঙ্গীতকে যেভাবে ব্যবহার করা হয়েছে তা তাঁর মোটেও ভালো লাগেনি। কেউ আবার গানটি যিনি লিখেছিলেন তাঁর প্রতি কৃতজ্ঞতা না প্রকাশের জন্য ক্ষোভ উগড়ে দিয়েছেন। অসাধারণ এমন একটি লোকগীতি সৃষ্টির মূলে যিনি রয়েছেন, সেই রতন কাহারের কথা এবং গানটি তৈরির মূলে যে গল্প রয়েছে তার সবটাই উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

সম্পর্কিত খবর