বাংলাহান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের (madhya pradesh) ছত্রপুর জেলায় দেশের বৃহত্তম হীরে (diamond) খনির সন্ধান পাওয়া গেছে। এখানকার বাকসোহায় বনাঞ্চলে প্রায় ৩.৪২ কোটি ক্যারেট হীরে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। যা উত্তোলন করতে প্রায় ৩৮২.১৩১ হেক্টর বন নির্মূল করা হবে বলেও মনে করা হচ্ছে।
মধ্যপ্রদেশের পান্না জেলায় এখনও অবধি সবথেকে বড় হীরে খনির সন্ধান পাওয়া গেলেও, সেখানে মাত্র ২২ লক্ষ ক্যারেট হীরে মজুত ছিল। যার মধ্যে থেকে ১৩ লক্ষ্য ক্যারেট হীরে উত্তোলন করা হয়ে গিয়েছে। তবে ধারণা করা হচ্ছে, পান্নার তুলনায় বাকসোহায় ১৫ গুণ বেশি হীরে মজুত রয়েছে।
প্রায় ২০ বছর আগে বন্দর ডায়মন্ড প্রকল্পের আওতায় এই অঞ্চলটি নিয়ে সমীক্ষা করা হয়েছিল। বছর ২ আগে এই বন নিলাম করলে, আদিত্য বিড়লা গ্রুপের এসেল মাইনিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই বন দরপত্র করে নেয়। ৫০ বছরের জন্য লিজ দেওয়া হয়েছিল এই বনকে।
আদিত্য বিড়লা গ্রুপের এসেল মাইনিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই বন থেকে ৩৮২.১৩১ হেক্টর জমি চেয়েছে। যার ৬২.৬৪ হেক্টর জমিতে হিরে থাকতে পারে।