বৃহত্তম সৌরবিদ্যুত্ প্রকল্প তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গে!

বাংলা হান্ট ডেস্কঃ পূর্ব-ভারতের বৃহত্তম সৌরবিদ্যুত্ প্রকল্প তৈরি হতে চলেছে বাংলায়। পূর্ব মেদিনীপুরের রামনগরে নির্মাণ হবে এই প্রকল্প। রাজ্য সরকারের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। স্বভাবতই বাংলার কাছে একটা খুশী এবং গর্বের সংবাদ বটে এটি।

solar

বাম সরকারের আমলে ওই এলাকায় প্রায় ৯০০ একর জমিতে মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছিল তৎকালীন রাজ্য সরকারের উদ্যোগে। কিন্তু ওই মাছ চাষ দীর্ঘস্থায়ী না হওয়ায় ওই স্থান পরিত্যক্ত হয়ে পড়ে ছিল।  বর্তমানে তৃণমূল সরকারের উদ্যোগে ওই স্থানে সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ডিসেম্বর মাসে দিঘায় বাণিজ্য সম্মেলনে এই রামনগরের সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য বিনিয়োগের প্রস্তাব এসেছিল। যার জন্য জার্মান ব্যাংক কে এফ ডব্লুর সহযোগিতায় তা বাস্তবে রূপায়িত হতে চলেছে। এই প্রকল্প তৈরি হলে বহু মানুষের এই এলাকায় কর্মসংস্থানও হবে।  এছাড়া সৌর বিদ্যুতের বন্টনও এখান থেকে সম্ভব হবে।

solar 123

সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ওই ৫৬২ একর জমিতে ১২৫ মেগাওয়াটের পূর্ব ভারতের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হবে।


সম্পর্কিত খবর