সাত মাসেই বিরাট অঘটন, খোদ নায়িকাই বদলে যাচ্ছে এই সিরিয়ালে!

বাংলাহান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের (Serial) যারা নিয়মিত দর্শক তারা জানেন এখানে প্রায়ই অভিনেতা অভিনেত্রীদের মুখ বদল হতে থাকে। একটি সিরিয়াল মানে সেখানে একাধিক পার্শ্ব চরিত্র। আর এই সব চরিত্রগুলিতে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেন তারা মাঝে মধ্যেই একটি সিরিয়াল (Serial) থেকে অন্য সিরিয়ালে চলে যান। তাই চরিত্রগুলির মুখ বদল হওয়া একেবারেই নতুন কিছু নয়। তবে নায়ক নায়িকা বদল হতে খুব একটা দেখা যায় না সিরিয়ালে।

নায়িকা বদলে যাচ্ছে এই সিরিয়ালে (Serial)

ইদানিং অবশ্য কিছু সিরিয়ালে এমন অসম্ভবও সম্ভব হতে দেখা গিয়েছে। সাধারণত নিতান্ত বাধ্য না হলে সিরিয়ালের (Serial) নায়ক বা নায়িকা বদল করা হয় না। এবার স্টার জলসার একটি জনপ্রিয় মেগা হাঁটতে চলেছে সেই পথে। বদলে যাচ্ছে সিরিয়ালের মুখ্য চরিত্রের অভিনেত্রী। গল্পের মাঝখানে আচমকা নায়িকা বদলের খবরে স্বাভাবিক ভাবেই হতভম্ব দর্শকরা। কিন্তু কোন সিরিয়ালে (Serial) ঘটছে এমনটা?

The lead actress is changing in this serial

রোশনাই ছাড়ছেন অনুষ্কা: পাঠকদের জানিয়ে দিই, স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘রোশনাই’তে রাতারাতি বদলে যাচ্ছে নায়িকা। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শন বন্দ্যোপাধ্যায় এবং অনুষ্কা গোস্বামী। কিন্তু এবার শোনা যাচ্ছে, অনুষ্কা নাকি বাধ্য হয়েই ছেড়ে দিচ্ছেন সিরিয়াল (Serial)। ইতিমধ্যেই শনের নতুন নায়িকার জন্য খোঁজও নাকি শুরু হয়ে গিয়েছে।

আরো পড়ুন : হিট না হলে টাকা ফেরত, ছবি না চললে পারিশ্রমিক নেন না এই সুপারস্টার অভিনেতা!

লিড চরিত্রে প্রথম অভিনয়: রোশনাই সিরিয়ালটি (Serial) শুরু হওয়ার পর কেটেছে মাত্র সাত মাস। এটাই নায়িকা হিসেবে অনুষ্কার প্রথম সিরিয়াল। ‘গাঁটছড়া’ ধারাবাহিকে ‘বনি’ চরিত্রে দর্শকদের নজর কাড়ার পরেই এই সিরিয়ালে (Serial) লিড চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। কিন্তু হঠাৎ সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত কেন অনুষ্কার?

আরো পড়ুন : সুস্মিতা থেকে হরনাজ, এই প্রশ্নগুলির উত্তর দিয়েই মিস ইউনিভার্স জেতেন ভারতের সুন্দরীরা

জানা যাচ্ছে, অসুস্থতার কারণেই বাধ্য হয়ে রোশনাই থেকে বেরিয়ে যাচ্ছেন অনুষ্কা। ইতিমধ্যেই চ্যানেলকে NOC ও দিয়ে দিয়েছেন নাকি তিনি। যদিও তাঁর ঠিক কী হয়েছে তা জানা যায়নি। এই সিরিয়ালে এবার শনের নতুন নায়িকা হিসেবে কাকে দেখা যাবে সেটাই দেখার অপেক্ষা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর