এখন হাঁটতে পারেন না, বিছানায় শুয়ে হতাশায় দিন কাটাচ্ছেন কিংবদন্তি ফুটবলার পেলে।

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন কিংবদন্তি ফুটবলার পেলে। তিনি এতটাই অসুস্থ যে হাঁটাচলা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গিয়েছে তার। এমনকি বাড়ির বাইরেও ঠিকমতো বেরোতে পারেন না তিনি। তারফলে খুবই অবসাদে ভুগছেন তিনি।

একসময় যে ফুটবলার পুরো ফুটবল বিশ্ব দাপিয়ে বেড়িয়েছেন, যার পায়ের যাদুতে মুগ্ধ হয়েছে কোটি কোটি ফুটবল ভক্ত। যিনি একার কাঁদে দায়িত্ব নিয়ে চ্যাম্পিয়ন করেছেন নিজের দলকে। ব্রাজিলের বিশ্বকাপ জয়ে সবথেকে বড় অবদান ছিল এই পেলের। এখন সেই কিংবদন্তি ফুটবলার বিছানায় শুয়ে বসে দিন কাটাচ্ছেন।

8800123813ffc72ed953c128921dc34e7553617d

পেলের এমন দুরাবস্থার কথা প্রকাশ্যে এনেছেন তাঁরই ছেলে এডিনহো। পেলেকে শেষবার জনসম্মুখে দেখা গিয়েছিল গতবছর এপ্রিল মাসে প্যারিসের একটি অনুষ্ঠানে। কিন্তু অনুষ্ঠান মঞ্চেই তার শরীর অসুস্থ হয়ে পড়ায় অনুষ্ঠান মঞ্চ থেকেই পেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হিপ অপারেশন হয়েছে পেলের তাই এখন তার শেষ ভরসা ওয়াকার।

Udayan Biswas

সম্পর্কিত খবর